1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিউনিশিয়া সীমান্তে থাকা ১০ হাজার বাংলাদেশি দেশে ফিরবে

১৫ মার্চ ২০১১

শনিবার টিউনিশিয়া সীমান্তে থাকা প্রায় দশ হাজার বাংলাদেশি দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি৷

https://p.dw.com/p/10ZFs
ছবি: dapd

সোমবার সকালে তিনি সীমান্তে থাকা বাংলাদেশিদের দেখতে যান৷ সেসময় দীপু মনি এ মন্তব্য করেন, বলে জানান টিউনিশিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ফেথি বাইয়োদ৷ বার্তা সংস্থা এএফপি এ তথ্য দিয়েছে৷

শরণার্থীদের মধ্যে অনেকে সেখানে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আছেন৷

জাতিসংঘ বলছে লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে প্রায় আড়াই লক্ষ লোক লিবিয়া ছেড়েছে৷ এর মধ্যে ১৩৭,৪০০ জন গেছেন টিউনিশিয়ায়, ১০৭,৫০০ জন মিশরে, ৫,৪০০ জন আলজেরিয়ায় এবং ২,২০০ জন নাইজারে৷

এদিকে গ্রিসের ক্রিট দ্বীপে ডুবে যাওয়া আরও তিন বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ৷

এ মাসের প্রথম দিকে লিবিয়া থেকে পালিয়ে আসা বাংলাদেশিদের নিয়ে গ্রিসের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল একটি জাহাজ৷ কিন্তু এর মধ্যে কয়েকজন দেশে ফিরবেন না বলে জাহাজ গ্রিসে পৌঁছনোর আগেই সাগরে ডুব দিয়েছিল৷ এতে সেসময় নিহত হয়েছিলেন তিনজন৷ আর বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়েছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য