1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিভি শোর সমাপ্তি টানতে চলেছেন ল্যারি কিং

৩০ জুন ২০১০

মার্কিন টিভি চ্যানেল সিএনএন এর ল্যারি কিং লাইভ অনুষ্ঠানটি একবারও দেখেনননি এমন লোক বোধ হয় খুব কমই আছে৷ সেই দীর্ঘ ২৫ বছরের টিভি শোর সমাপ্তি ঘটাতে চলেছেন সিএনএন এর প্রখ্যাত উপস্থাপক ল্যারি কিং৷

https://p.dw.com/p/O6a0
ল্যারি কিংছবি: picture alliance / landov

বুধবার তিনি জানিয়ে দিলেন, আসছে শরৎ মৌসুমেই এই শোর পর্দা টেনে দেবেন তিনি৷

সম্প্রতি তাঁর এই শো'টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে৷ শুধু একজন উপস্থাপকের মাধ্যমে এত দীর্ঘ সময় ধরে একই সময়ে আর কোন টিভি অনুষ্ঠান চলেনি৷ খ্যাতনামা রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ থেকে শুরু করে কোন বিশিষ্ট মানুষের সাক্ষাৎকার নেননি তিনি? এসব লোকের জীবনের নানা কথা তিনি তুলে ধরে আনতেন তাঁর ল্যারি কিং লাইভে৷ তবে অনেকটা হঠাৎ করেই নতুন সিদ্ধান্তের কথা জানালেন ল্যারি কিং৷ তিনি বলেছেন, আমার জীবনের পরবর্তী অধ্যায়ের দিকেই আমি তাকিয়ে আছি৷ তবে এই অধ্যায়ের সমাপ্তি টেনে ধরার সময় হয়েছে৷ এক বিবৃতিতে তিনি আরও জানান, এখন তিনি তাঁর স্ত্রী ও পরিবারের জন্য বেশি সময় ব্যয় করবেন৷

King Kong, Kinostart Do, 15.12.2005, Gorilla
কিং কংছবি: dpa

উল্লেখ্য, গত মে মাসে স্ত্রী শন সাউথ উইকের সঙ্গে তার দীর্ঘদিনের সংসার ভেঙ্গে যাবার উপক্রম হয়েছিল৷ দুইজনই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন৷ তবে শেষ পর্যন্ত তা আর হয়নি৷ নিজেদের মধ্যে সমঝোতার পর এখন একসঙ্গেই সংসার করছেন ল্যারি কিং ও শন সাউথউইক৷

কিং কং ফিরল দুই বছর পর

এদিকে দুই বছর পর ইউনিভার্সাল স্টুডিওতে ফিরলো কিং কং৷ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার পর সম্প্রতি আবারও তা চালু হয়েছে লস এঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওর থিম পার্কে৷ নতুন কিং কং এবার এসেছে উন্নততর থ্রি ডি প্রযুক্তিতে৷ বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের ‘অবতার' ছবিতে যে থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেটিই এবার নিয়ে আসা হয়েছে কিং কং এর থিমে৷ আড়াই মিনিটের এই রাইডে দর্শকরা চলে যাবেন সেই পুরনো জঙ্গলে৷ সেখানে তাদের চোখের সামনেই চলবে কিং কং ও ডায়নোসরের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই৷ কিং কং ছবির পরিচালক পিটার জ্যাকসন নতুন কিং কং থিমের ব্যাপারে বলেন, পাঁচ বছর আগে এই প্রযুক্তির কথা আমরা ভাবতেই পারতাম না৷ কিন্তু এখন কিং কং দেখে মনে হবে কেবল চোখের দেখাই নয়, শব্দ এবং এমনকি ছবির ঘ্রাণও যেন নিতে পারবেন রাইডের দর্শকরা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক