1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিমবাকটু-পাণ্ডুলিপি সংরক্ষণ

ডিয়র্ক ক্যোপ/আরবি৬ জুলাই ২০১৪

কট্টর ইসলামিস্টরা এগুলিকে ধ্বংস করতে চেয়েছিল৷ কিন্তু কিছু স্বেচ্ছাসেবী গোপনে মালির উত্তরাঞ্চল থেকে রাজধানী বামাকোতে নিয়ে আসেন এই মূল্যবান সম্পদগুলি৷ এগুলো হলো টিমবাকটুর পাণ্ডুলিপি৷

https://p.dw.com/p/1CWFk
Bildergalerie Timbuktu Restauration jahrhundertealter Manuskripte
ছবি: CSMC

ভীষণভাবে ক্ষতিগ্রস্ত কয়েকশ বছরের পুরানো এই ঐতিহাসিক নিদর্শনগুলিকে জার্মান গবেষকদের একটি টিম সংস্কার ও রক্ষা করার চেষ্টা করছেন৷ এদের একজন এফা ব্রোৎসোভস্কি৷ তাঁকে এখন ঘন ঘন জার্মানি ও মালির রাজধানী বামাকোতে যাতায়াত করতে হচ্ছে৷ ৩৪ বছর বয়সি এফা পুনরুদ্ধার ও কাগজ বিশেষজ্ঞ৷

এক গুরুত্বপূর্ণ সংগ্রহশালা

এই পাণ্ডুলিপিগুলি পশ্চিম আফ্রিকার ঐতিহাসিক দলিলের এক গুরুত্বপূর্ণ সংগ্রহশালা৷ ১৯৮৮ সালে বিশ্ব সংস্কৃতিক ঐতিহ্যের আওতায় আনা হয়েছে৷

রাজধানী বামাকো থেকে প্রায় ১০০০ কিলোমিটার উত্তরে অবস্থিত টিমবাকটু শহর৷ মধ্যযুগে ইসলামধর্মের এক আধ্যাত্মিক কেন্দ্র ছিল এটি৷ ১২০০ বছরের পুরানো পাণ্ডুলিপিগুলিতে আলকেমি, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যার নিদর্শন পাওয়া যায়৷ কোরান ও ইতিহাসের নানা বিষয়ের ব্যাখ্যাও পাওয়া যায় এতে৷

Bildergalerie Timbuktu Restauration jahrhundertealter Manuskripte
এগুলি যেন সংস্কৃতির এক রত্নভাণ্ডারছবি: CSMC

আর্কাইভ ভবনে স্থানান্তর

এগুলি যেন সংস্কৃতির এক রত্নভাণ্ডার৷ জার্মানির সব গ্রন্থাগারের সংগ্রহের সঙ্গে তুলনা করা উচিত এই নিদর্শনগুলিকে৷ উচ্ছ্বসিত হয়ে বলেন এফা ব্রোৎসোভস্কি৷ এই লিপিগুলির সংখ্যা হবে ২৮০,০০০ থেকে ৫০০০,০০০-এর মতো ৷ এগুলিকে টিমবাকটু থেকে বামাকোর একটি আর্কাইভ ভবনে স্থানান্তর করার পরিকল্পনা করা হয়েছে৷ সেখানে ক্যাটালগ ও ডিজিটালকরণ করা হবে এই ঐতিহাসিক নিদর্শনগুলিকে৷ সুগম করা হবে মালি ও আন্তর্জাতিক গবেষকদের জন্য৷ ‘‘দুঃখের বিষয় প্রায় অর্ধেকের বেশি লিপিই এতই ভঙ্গুর অবস্থায় রয়েছে, যে ডিজিটালকরণের আগে এগুলিকে প্রথমে স্থিতিশীল করতে হবে৷'' বলেন এফা৷

অনেকাংশ ধ্বংস হয়ে গিয়েছে

টিমবাকটুতে মরুভূমির শুকনো আবহাওয়ায় অনেক পাণ্ডুলিপির কাগজ ভেঙে ভেঙে পড়ছে৷ উঁইপোকা ও অন্যান্য পতঙ্গ খেয়ে ফেলেছে কিছু কাগজ৷ এতে ক্ষতি হয়েছে কালিরও৷ যেসব সামগ্রী পোকা খেয়ে ফেলেছে, সেগুলিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়৷ সতর্ক করে বলেন বিশেষজ্ঞ এভা ব্রোৎসোভস্কি৷ তিনি পাণ্ডুলিপিগুলিকে রক্ষা করার ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি পর্যাপ্ত অর্থ প্রদানের আহ্বান জানান৷ তাঁর কথায়, ‘‘এই লিপিগুলির জন্য অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ এই ধরনের ভুলে যাওয়া সম্পদের মতো আর কিছু এতো বিপদগ্রস্ত নয়৷''

বৈদেশিক দপ্তর, আন্তর্জাতিক অর্থদাতা, ও জার্মানির গ্যার্ডা-হেংকেল ফাউন্ডেশন এই প্রকল্পকে সহায়তা দিচ্ছে৷ ফাউন্ডেশনটি এই জন্য প্রায় ৫০০,০০০ ইউরো প্রস্তুত রেখেছে৷ ফাউন্ডেশনের প্রধান মিশায়েল হান্সলার এই প্রসঙ্গে বলেন, ‘‘এই পাণ্ডুলিপিগুলির মাত্র দুই থেকে তিন শতাংশের মূল্যায়ন করা হয়েছে৷ বিশাল একটা অংশ এখনও গবেষণার বাইরে রয়ে গিয়েছে৷''

Bildergalerie Timbuktu Restauration jahrhundertealter Manuskripte
ভীষণভাবে ক্ষতিগ্রস্ত কয়েকশ বছরের পুরানো এই ঐতিহাসিক নিদর্শনগুলিকে জার্মান গবেষকদের একটি টিম সংস্কার ও রক্ষা করার চেষ্টা করছেনছবি: CSMC

এক অমূল্য সম্পদ

হামবুর্গ ইউনিভার্সিটির পশ্চিম আফ্রিকা গবেষক দিমিট্রি বনদারেভ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘অতীতকে ভালোভাবে জানতে হলে এই হস্তলিপিগুলি সত্যি এক অমূল্য সম্পদ৷'' বনদারেভ টিমবাকটু-লিপি রক্ষা প্রকল্পটি পরিচালনা করছেন৷ তিনি আরো জানান, এর মাধ্যমে ইতিহাসের অনেক অজানা পাতা খুলে যাবে৷ আফ্রিকার ইতিহাসকে আরো ভালোভাবে বুঝতে সহায়তা করবে৷''

বিজ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু

মধ্যযুগে টিমবাকটুতে আফ্রিকার নানা প্রান্ত থেকে গবেষকরা মিলিত হতেন, আসতেন পর্যটকরাও৷ এই অঞ্চলের বিজ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল টিমবাকটু৷ ‘‘ বিশেষজ্ঞরা এবিষয়ে একমত যে, এই পাণ্ডুলিপিগুলি প্রকাশ করা হলে আফ্রিকার ইতিহাস কোনো কোনো ক্ষেত্রে নতুন করে লিখতে হবে৷'' বলেন বনদারেভ৷

ইসলামের ইতিহাস ও উত্তর মালিতে ইসলামের উত্থান সম্পর্কেও সুষ্ঠু ব্যাখ্যা পাওয়া যাবে৷ এগুলি কট্টর ইসলামিস্টদের হাতে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল৷ ২০১২ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে টিমবাকটুসহ মালির গোটা উত্তরাঞ্চল দখল করে নেয় তারা৷ শুরু করে সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করা৷ এর মাধ্যমে পশ্চিমা বিশ্বকে একটা ‘শিক্ষা' দেওয়ার ইচ্ছা ছিল তাদের৷

এই পাণ্ডুলিপিগুলিকে যে আদৌ রাজধানী বামাকোতে আনা সম্ভব হয়েছে, তার জন্য আব্দেল কাদের হাইদারার মতো সৎসাহসী ব্যক্তি ও অসংখ্য স্বেচ্ছাসেবীকে প্রশংসা করতে হয়৷ আব্দেল কাদের টিমবাকটুর সবচেয়ে বড় গ্রন্থাগারটির পরিচালক৷ এছাড়া নগরের হস্তলিপির ঐতিহ্য সংরক্ষণের দায়িত্বে থাকা একটি সমিতির প্রধানও৷ আব্দুল কাদের স্মরণ করে বলেন, ‘‘এই অ্যাকশনটি ছিল অত্যন্ত কঠিন ও বিপজ্জনক৷'' ছয়মাস ধরে গোপনে গাড়ি ও ট্রাকে করে টিমবাকটু থেকে বামাকোতে এই সম্পদগুলি পার করতে হয়৷ আব্দেল কাদের হাইদারা আনন্দিত যে, এই মূল্যবান লিপিগুলিকে ধ্বংসের হাত থেকে রক্ষার চেষ্টা চলছে৷

Bildergalerie Timbuktu Restauration jahrhundertealter Manuskripte
টিমবাকটুতে মরুভূমির শুকনো আবহাওয়ায় অনেক পাণ্ডুলিপির কাগজ ভেঙে ভেঙে পড়ছেছবি: CSMC

শুরু হয়েছে প্রকল্পটির কাজ

পাণ্ডুলিপি পুনরুদ্ধার প্রকল্পটির কাজটি শুরু হয়েছে৷ তবে এখনও ক্ষুদ্র পদক্ষেপে৷ এ জন্য প্রয়োজন প্রচুর অর্থ, সময় ও লোকবল৷

‘‘যত বেশি মানুষ এই কাজে অংশ নেবে, যত বেশি অর্থ এক্ষেত্রে বিনিয়োগ করা হবে, স্বাভাবিকভাবেই তত তাড়াতাড়ি কাজটি করা যাবে৷ তবে সম্ভবত এক দশক কিংবা কয়েক দশকও লেগে যেতে পারে এই কাজটি সম্পন্ন করতে৷'' বলেন এভা ব্রোৎসোভস্কি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য