1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিয়াজ রহমানের উপর হামলা

১৪ জানুয়ারি ২০১৫

সাবেক পররাষ্ট্র সচিব এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার খবর টুইটারে গুরুত্ব সহকারে প্রকাশ পাচ্ছে৷ এসংক্রান্ত মার্কিন বিবৃতি সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে৷

https://p.dw.com/p/1EJtJ
Reaz Rahman
ছবি: J.-P. Clatot/AFP/Getty Images

গত সপ্তাহে একটি ভুয়া মার্কিন বিবৃতি এবং বিজেপি প্রধানের সঙ্গে খালেদা জিয়ার কথা বলা নিয়ে বেশ আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ মার্কিন বিবৃতিটি যে ভুয়া তা প্রমাণিত৷ এমনকি এরসঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে দুই নেতাকেও বহিষ্কার করেছে বিএনপি৷

বিজেপি প্রধান অমিত শাহ'র সঙ্গে ফোনালাপের ব্যাপারে অবশ্য এখনো অনড় রয়েছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলটি৷ যদিও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম অমিত শাহ'র বরাত দিয়ে দাবি করেছেন এধরনের কোন ফোনালাপ হয়নি৷ সরকারও বলেছে একই কথা৷ তবে এ ব্যাপারে অমিত শাহ'র আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে কিংবা বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি৷

বুধবার প্রকাশিত দু'টি বিবৃতি নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ নেই৷ এগুলোর একটি প্রকাশ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে৷ অপরটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে৷ ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকেও বিবৃতি দুটি প্রচার করা হয়েছে৷

বিবৃতি দু'টি এসেছে গুলশানে সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের উপর হামলার পর৷ নিজ কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসার পর কিছুক্ষণ পরই হামলার শিকার হন রিয়াজ৷ তাকে গুলি করার পাশাপাশি তাঁর গাড়িটিও পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা৷ বিষয়টির তদন্তের দাবি জানিয়ে সকল পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অবশ্য সঙ্গে রংপুরে অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের বিষয়টি তুলে এনেছেন৷ তিনি চলমান সংকট নিরসনে সংলাপেরও আহ্বান জানিয়েছেন৷

রিয়াজ রহমানের উপর হামলার খবর টুইটারে প্রকাশ করেছেন আরো অনেকে৷ কেউ কেউ সঙ্গে জুড়ে দিয়েছেন নিজস্ব মতামতও৷ চলুন দেখা যাক সেরকম কিছু টুইট:

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় বাংলাদেশে৷ এরই প্রেক্ষিতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গত কয়েকদিন ধরে তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ৷ প্রতিক্রিয়ায় দেশব্যাপী অবরোধের ডাক দেয় বিএনপিসহ বিশ দলীয় রাজনৈতিক জোট, যা এখনো চলছে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য