1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সেলিব্রিটিরা

১৫ সেপ্টেম্বর ২০১০

সেলিব্রিটিরা নাকি টুইটারে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন৷ কেন? তবে কী টুইটারের ওপর থেকে সেলিব্রিটিদের মোহ কেটে যাচ্ছে?

https://p.dw.com/p/PCfv
হ্রাস পাচ্ছে টুইটারের মোহছবি: twitter.com

সর্বোচ্চ টুইটার ব্যবহারকারী হিসেবে পরিচিত সঙ্গীত শিল্পী জন মেয়ার, সোমবার তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন৷ টুইটারে তাঁর বন্ধুর সংখ্যা ৩৭ লাখ৷ আসলে মেয়ার'ই হচ্ছেন সর্বশেষ কোন বিখ্যাত ব্যক্তি, যিনি তাঁর মাইক্রো ব্লগিং সাইটটি বন্ধ করে দিলেন৷

অনেক স্টারই মনে করেন, ভক্তদের কাছে পৌঁছানোর জন্য অথবা নিজেকে প্রকাশ করার জন্য টুইটার এক দারুণ মাধ্যম৷ কিন্তু দেখা যাচ্ছে, এইরকম ধারণা সবসময় ঠিক নয়৷ তরুণী গায়িকা মিলি সাইরাস একবছর আগেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন৷ তাঁর নতুন ছেলে বন্ধু লিয়াম হেমসওর্থের পরামর্শক্রমেই তিনি নিরবে এই কাজটি করেছেন৷ ‘হেয়ারস্প্রে' খ্যাত স্টার আমান্ডা বিনস তাঁর ভক্তদের কোন কিছু না জানিয়েই গত সপ্তাহে তাঁর টুইটার-অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন৷

এছাড়া, চলতি মাসের প্রথম দিকে ডিজনির তারকার মর্যাদা প্রত্যাশী তরুণী অভিনেত্রী ডেমি লোভাটো, ‘গুডবাই টু টুইটার' বলে টুইট করেছেন৷ কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘টুইটারের কারণে অন্য অনেক মানুষ আমার কাছে সহজ হতে পারছেন না৷'

সে যাই হোক, অনেক সেলিব্রিটিই মনে করছেন, টুইট করা আসলে এক মজা৷ আবার কেউ কেউ মনে করেন, এ এক বিশাল ধাক্কা৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ