1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘টুইটার রানী’ মুকুট পরলেন লেডি গাগা

২৪ আগস্ট ২০১০

ব্রিটনি স্পিয়ার্স এর কাছ থেকে ‘টুইটার রানী’ মুকুটটি ছিনিয়ে নিলেন তারকা শিল্পী লেডি গাগা৷ আর রানী হিসেবে ভক্তদের জন্য পাঠিয়ে দিলেন অভিষেক ভিডিও বার্তা৷

https://p.dw.com/p/OuV6
Lady Gaga, Music, Show, ব্রিটনি স্পিয়ার্স, ‘টুইটার, রানী’ লেডি গাগা
লেডি গাগাছবি: picture-alliance/ dpa

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সোমবার দিনের শুরুতে গাগার ভক্ত ছিল ৫৭ লাখ ৫০ হাজার ২৭০ জন৷ অন্যদিকে, স্পিয়ার্সের ভক্তের সংখ্যা ছিল ৫৭ লাখ ১২ হাজার ৯৮ জন৷ তাই রানীর মুকুট পরেই ভক্তদের সামনে হাজির হলেন গাগা৷ ধন্যবাদ আর ভালোবাসা দিলেন তাঁর অনলাইন ভক্তদের৷ ইউটিউবে তাঁর অফিসিয়াল পাতায় ভিডিও যোগ করলেন অভিষেক বার্তার৷ আর সোমবার বিকেল পর্যন্ত তাঁর এই অভিষেক বার্তার দর্শকের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ৷

ভিডিও'তে দেখা গেছে, মেকআপ'এর আসনে বসে আছেন গাগা৷ সামনে বিশাল আয়না৷ মাথায় সুদৃশ্য পালকের মুকুট৷ হাতে যেন যাদুর ছড়ি৷ ছড়িটি ঘোরানোর সাথে সাথেই ছড়িয়ে পড়ছে আলোর বাহার৷ আর সামনে দিয়ে উড়ে বেড়াচ্ছে ছোট্ট পাখি৷ ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে গাগা বলছেন, ‘‘টুইটার রানী হিসেবে আমার আমল শুরু হলো৷ আর সেজন্য আমার সকল ভক্তকে জানাই ধন্যবাদ৷''

ছোট্ট পাখিটিকে হাতে ধরে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন গাগা৷ বললেন, ‘‘ছোট্ট পাখি তুমি উড়ে যাও৷ আমি সবসময় বারবার টুইট করতেই থাকবো৷'' অতিরিক্ত টুইটিং করতে গিয়ে যেন ভক্তদের হাত কিংবা আঙুলে ব্যথা না হয়, সেজন্য তিনি শুভ কামনা করেন তাঁর ভিডিও বার্তায়৷

প্রসঙ্গত, ৫০ লাখেরও বেশি ভক্ত নিয়ে আরো যারা টুইটার জগতে রয়েছেন তাঁদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তারকা অ্যাশ্টন কুচার ও এলেন ডিজেনারেস উল্লেখযোগ্য৷ বিশ্লেষকরা বলছেন, খ্যাতির পাশাপাশি ভক্তদের উম্মাদনাও টুইটারে সাফল্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ৷ তাছাড়া লেডি গাগা নামে খ্যাত স্টেফানি গ্যারমানোটা তাঁর নানা বাহারি ও ঢঙের সংক্ষিপ্ত পোশাকের জন্যও বেশি আলোড়ন সৃষ্টিকারী তারকা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম