1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিভিশন শো ‘‘বিগ বস’’ বনাম শিব সেনা

৬ অক্টোবর ২০১০

মুম্বই-এ হিন্দু জাতিয়তাবাদী দল শিব সেনার ২৫ জন কর্মীকে মঙ্গলবার আটক করেছে ভারতের পুলিশ৷ পাকিস্তানের দু’জন অভিনেতা ভারতের টেলিভিশন শো ‘‘বিগ বস’’-এ অংশ নেওয়ার প্রতিবাদ জানানোর সময় তাদের আটক করা হয়৷

https://p.dw.com/p/PWCZ
শিব সেনার কট্টরপন্থী নেতা বাল ঠাকরেছবি: AP

ব্রিটিশ রিয়্যালিটি শো ‘‘বিগ ব্রাদার''-এর অনুকরনেই ‘‘বিগ বস'' তৈরি করা হচ্ছে৷ শো-টির নতুন মৌসুম শুরু করা হয় রবিবার৷ আর এতে অন্তর্ভুক্ত করা হয় পাকিস্তানী অভিনেত্রী ভিনা মালিক ও অভিনেতা আলী সালিমকে৷

ঘটনা সম্পর্কে একজন পুলিশ কর্মকর্তা বলেন, শিব সেনা কর্মীরা ‘‘বিগ বস''-এর স্টুডিওর বাইরে চিৎকার করে শ্লোগান দিচ্ছিল৷ এই সময় আমরা তাদের আটক করি৷ শিব সেনার প্রধান বাল ঠাকরে লাইভ শো-টি বানচাল করার হুমকি দেওয়ার পরে মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বিগ বসের স্টুডিও'র নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়৷ ঠাকরে গত সপ্তাহে গণমাধ্যমকে বলেন, ‘‘আমরা এই শো-এর অনুমতি দেবো না৷'' এই ব্যাপারে মন্তব্যের জন্যে শো-এর প্রযোজকদের পাওয়া যায়নি৷

পাকিস্তান ক্রিকেটে ঘুস কেলেঙ্কারির মূল নায়ক, পাকিস্তানি বোলার মোহাম্মদ আসিফের পরিচিত একজন তিনি, অভিনেত্রী ভিনা, গত আগস্টে এই কথা বলার পরে, ভিনাকে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে৷ ২০০৯ সালে তাঁদের মধ্যে সম্পর্কে থাকলেও তারপর থেকে তাঁরা বিচ্ছিন্ন হয়ে যান৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়