1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিন ‘খুনি’ হলে যুক্তরাষ্ট্র?

৬ ফেব্রুয়ারি ২০১৭

পুটিনকে তিনি শ্রদ্ধা করেন বটে, কিন্তু পুটিনের সঙ্গে তাঁর মিলবে কিনা, তা তিনি জানেন না৷ সঞ্চালক পুটিনকে ‘খুনি' বলে অভিহিত করলে ট্রাম্প বলেন, ‘আমাদেরও অনেক খুনি আছে...'৷

https://p.dw.com/p/2X2ov
USA Donald Trump bei der Vereidigung von James Mattis
ছবি: Getty Images/O. Douliery

‘‘আমি অনেককে শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় যে, আমার তার সঙ্গে বনবে,'' ট্রাম্প ফক্স নিউজ-এর বিল ও-রিলি-কে একটি রেকর্ড করা সাক্ষাৎকারে বলেন৷ সাক্ষাৎকারটি রবিবার সম্প্রচারিত হয়৷

‘‘উনি ওনার দেশের নেতা৷ আমি বলি, রাশিয়ার সাথে বনা, রাশিয়ার সাথে না বনার চেয়ে ভালো৷ আর রাশিয়া যদি আমাদের আইসিসের বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করে - যেটা একটা বড় সংগ্রাম - আর সারা বিশ্বে ইসলামপন্থি সন্ত্রাসবাদ -এর বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করে, তাহলে সেটা একটা ভালো কথা,'' বলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ‘‘আমার কি তার সাথে বনবে? আমার কোনো ধারণা নেই,'' ট্রাম্প বলেন৷

ইতিপূর্বে ট্রাম্প মস্কোর সঙ্গে উন্নততর সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেছেন৷ তিনি পুটিনেরও প্রশংসা করেছেন৷ পুটিনও ট্রাম্পকে ‘খুবই বুদ্ধিমান ও প্রতিভাবান' বলে বর্ণনা করেছেন৷

‘খুনি' পুটিনের প্রশ্নে

সাক্ষাৎকারের সময় ও-রিলি যখন ‘পুটিন একজন খুনি' বলে উদ্বেগ প্রকাশ করলে ট্রাম্প তার উত্তরে বলেন, ‘‘আমাদেরও অনেক খুনি আছে... আপনি কি ভাবেন আমাদের দেশ অতটা নির্দোষ?'' ‘‘আমরা কি করেছি, সেটাও একবার ভাবুন৷ আমরাও অনেক ভুল করেছি,'' বলেন ট্রাম্প৷

ক্রেমলিন কিন্তু ইতিমধ্যে পুটিন সম্পর্কে ও-রিলি-র মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য' ও আপত্তিকর বলে অভিহিত করেছে ও ফক্স নিউজ-এর কাছ থেকে দুঃখপ্রকাশ দাবি করেছে৷ মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘‘ফক্স টিভি কেম্পানির কাছ থেকে এ ধরনের কথাবার্তা আমরা অগ্রহণযোগ্য ও অবমাননাকর বলে মনে করি, এবং সত্যি কথা বলতে কি, আমরা এ ধরনের একটা নামকরা কোম্পানির কাছ থেকে দুঃখপ্রকাশ পেলে সুখি হতাম৷''

Trump calls for "careful" screening

বিভিন্ন ডেমোক্র্যাট ও রিপাবলিকান রাজনীতিকরা সুখি নন

‘‘উনি যে ওরকম কিছু একটা বলবেন, তাতে আমার সত্যিই আপত্তি আছে,'' মিনেসোটার ডেমোক্র্যাট সেনেটর এমি ক্লোবুশার এবিসি টেলিভিশনের ‘দিস উইক' অনুষ্ঠানে বলেছেন৷

সেনেটের সর্বোচ্চ রিপাবলিকান, কেনটাকির মিচ ম্যাককনেল সিএনএন-এর ‘স্টেট অফ দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে বলেছেন, ‘‘পুটিন একজন সাবেক কেজিবি গুপ্তচর৷ উনি একজন গুন্ডা৷ উনি এমনভাবে নির্বাচিত হয়েছেন, যা অধিকাংশ মানুষ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন পদ্ধতি বলে গণ্য করবেন না৷''

‘‘রুশরা ক্রাইমিয়া সংযোজন করেছে, ইউক্রেনে অনুপ্রবেশ করেছে এবং আমাদের নির্বাচনে গোলমাল বাঁধানোর চেষ্টা করেছে৷ এবং রুশরা যেভাবে তাদের কাজ চালায় আর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করে, এই দুইয়ের মধ্যে কোনো সাদৃশ্য আছে বলে আমি মনে করি না,'' বলেছেন ম্যাককনেল৷

‘ন্যাটোর প্রতি জোরালো সমর্থন'

রবিবার ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টল্টেনব্যার্গের সঙ্গে একটি টেলিফোনালাপে ‘ন্যাটোর প্রতি জোরালো সমর্থন' ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ উভয়ের মধ্যে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি নিয়েও কথাবার্তা হয়৷

দৃশ্যত তাঁদের আলাপ-আলোচনার আরো একটি বিষয় ছিল, ‘‘কী করে ন্যাটোর সব সদস্যদেশকে তাদের প্রতিরক্ষা খাতে খরচ সংক্রান্ত প্রতিশ্রুতি পালনে উৎসাহিত করা যায়''৷

ট্রাম্প আগামী মে মাসে ইউরোপে ন্যাটো নেতৃবর্গের শীর্ষবৈঠকে অংশ নিতে সম্মত হয়েছেন বলে প্রকাশ৷

জেবিএইচ/এসি/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য