1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টয়লেট ব্যবহার নিয়ে মামলা!

২৭ মে ২০১৬

সরকারি স্কুলগুলোতে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের যে কোনো টয়লেট ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালত৷ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূরীকরণে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ রুখতে মামলা করেছে ১১ রাজ্যের প্রশাসন৷

https://p.dw.com/p/1Iv6o
ছবি: picture alliance/ZUMAPRESS

রক্ষণশীল সংস্থাগুলো মনে করছে, এমন উদ্যোগের ফলে সমাজে সমকামী ও তৃতীয় লিঙ্গের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে৷ একটি রিটের উপর ভিত্তি করে গত ১৩ মে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে বৈষম্যের শিকার না হয় এবং তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি হয়, সেজন্য একটি নীতিমালা প্রণয়ন করে৷ নীতিমালায় তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের তাদের ইচ্ছে মতো পুরুষ বা নারীদের টয়লেট ব্যবহার করার অধিকার দেয়া হয়৷

যে ১১টি রাজ্য কেন্দ্রীয় প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে, তারা বলছে এই প্রশাসন নতুন করে আইন লিখতে চলেছে৷ এতে ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে অভিযোগ করেছেন তারা৷ বলা হয়েছে, কেন্দ্রীয় বিচার বিভাগের এ রায় আইনবিরুদ্ধ৷ মামলা করা রাজ্যগুলো হলো - টেক্সাস, অ্যালাবামা, অ্যারিজোনা, জর্জিয়া, লুজিয়ানা, মেইন, ওকলাহোমা, টেনেসি, উটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া এবং উইসকনসিন৷ এই ১১টি রাজ্যের মধ্যে ৯ টির গভর্নরই রিপাবলিকান৷

এএফপি/এপি/রয়টার্স (এপিবি/এসিবি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য