1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিষক্রিয়ায় মারা যান কিম জং-নাম

২৪ ফেব্রুয়ারি ২০১৭

স্নায়ুর এই বিষটির নাম ‘ভিএক্স'৷ ল্যাবরেটরিতে তৈরি এই বিষ বিশ্বের সবচেয়ে মারাত্মক রাসায়নিক অস্ত্র বলে পরিচিত, যা জাতিসংঘের গণবিধ্বংসী মারণাস্ত্রের তালিকায় আছে৷

https://p.dw.com/p/2YBmy
Mutmaßlich Kim Jong Nam, Bruder von Nordkoreas Diktator Kim Jong Un
ছবি: picture alliance/abaca/A. Radu

উত্তর কোরিয়ার প্রায় ৫,০০০ টন পরিমাণ রাসায়নিক সমরাস্ত্রের ভাণ্ডারে এই ‘ভিএক্স নার্ভ এজেন্ট'-ও রয়েছে, বলছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা৷

নিহত কিম জং-নামের মুখ ও চোখ থেকে নেওয়া সোয়াবে ভিএক্স স্নায়ুর বিষের রেশ পাওয়া গেছে, বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ৷ গত সপ্তাহে কুয়ালা লামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে কিমকে হত্যার ব্যাপারে এক ইন্দোনেশীয় ও এক ভিয়েতনামি মহিলা ও সেই সঙ্গে উত্তর কোরিয়ার এক পুরুষকে আটক করা হয়েছে৷ এছাড়া মালয়েশীয় গোয়েন্দারা আরো সাতজনের সঙ্গে কথা বলতে চান, যাদের মধ্যে চারজন নাকি ইতিমধ্যে পিয়ংইয়াং-এ পলায়ন করেছে৷ ঐ সাতজনের মধ্যে একজন মালয়েশিয়ায় উত্তর কোরীয় দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলে প্রকাশ৷

যে দু'জন সন্দেহভাজন মহিলাকে কিম হত্যার ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন অসুস্থ হয়ে পড়েছেন ও বমি করছেন, বলে পুলিশ শুক্রবার জানায়৷ আণবিক শক্তির বিশেষজ্ঞরা বিমানবন্দরের টার্মিনালটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখবেন, বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন৷ সন্দেহভাজন দুই মহিলা অন্য যে সব জায়গায় গেছেন, সেগুলিও পরীক্ষা করে দেখা হবে৷

সিসিটিভি-র ফুটেজে যে মহিলাকে পিছন থেকে কিম-কে আক্রমণ করতে দেখা গেছে, তিনি পরে বাথরুমের দিকে যান – স্পষ্টতই হাত ধোবার জন্য, কেননা ঐ মহিলা খুব ভালোভাবে জানতেন যে পদার্থটি বিষাক্ত – পুলিশ প্রধান খালিদ আবু বকর এই মত প্রকাশ করেছেন৷ তবে তারা খুব সম্ভবত জানতেন না যে, পদার্থটি ভিএক্স; নয়ত তারা খালি হাতে এমন একটি মারাত্মক বিষ নিয়ে নাড়াচাড়া করতেন না, বলে বিশেষজ্ঞদের ধারণা৷

সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, আক্রমণের পর কিম জং-নাম বিমানবন্দরের কর্মীদের কাছে সাহায্য চান, যারা কিমকে একটি ক্লিনিকে পাঠান৷ পুলিশ জানিয়েছে যে, হাসপাতালে পৌঁছানোর আগেই কিমের মৃত্যু হয়৷

এক মারাত্মক বিষ

এই অর্গানোফসফেট কমপাউন্ডটি প্রথম তৈরি করা হয় ব্রিটেনের একটি ল্যাবরেটরিতে, পঞ্চাশের দশকে৷ পরে ঠান্ডা লড়াইয়ের আমলে মার্কিন বিজ্ঞানীরা তা থেকে একটি গণবিধ্বংসী মারণাস্ত্র সৃষ্টি করেন ও তার নাম রাখেন ‘ভিএক্স'৷ ইন্ডিয়ানার নিউপোর্ট কেমিক্যাল ডিপো-তে নাকি হাজার হাজার টন ভিএক্স জমানো ছিল – যা ঠান্ডা লড়াই শেষ হবার পর আশির দশকে বিনষ্ট করা হয়৷

ভিএক্স কুখ্যাত সারিন গ্যাসের চেয়েও দশগুণ শক্তিশালী৷ বিশুদ্ধ অবস্থায় ভিএক্সের কোনো গন্ধ নেই ও তা স্বচ্ছ, অনেকটা মোটর অয়েলের মতো দেখতে এবং সহজে বাষ্পীভূত হয় না, কাজেই তা পরিবহণ করা যায়৷ ৭০ কিলোগ্রাম ওজনের একজন প্রাপ্তবয়স্ককে মারতে ত্বকের উপর মাত্র পাঁচ মিলিগ্রাম ভিএক্স-ই যথেষ্ট৷

‘একজন নাগরিক'

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া মালয়েশিয়ার উপর অগ্নিগর্ভ আক্রমণ চালায় ঘটনার ‘‘নীতিবিগর্হিত'' ব্যবহার ও লাশ নিয়ে রাজনীতি করার জন্য৷ তবে উত্তর কোরিয়া কখনোই স্বীকার করেনি যে, কিম জং-নাম উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং-উন-এর ভাই এবং রাষ্ট্রীয় কেসিএনএ সংবাদ সংস্থার সুদীর্ঘ বিবরণেও মৃত ব্যক্তিকে শুধুমাত্র উত্তর কোরিয়ার ‘‘কূটনৈতিক পাসপোর্টধারী একজন নাগরিক'' হিসেবে বর্ণনা করা হয়েছে৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য