1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিএসই’তে সিসি ক্যামেরা ও পরিচয় পত্র চালুর সিদ্ধান্ত

২৩ মে ২০১১

শেয়ার বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো এবং বিনিয়োগকারীদের পরিচয় পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ কিন্তু বিনিয়োগকারীরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন৷

https://p.dw.com/p/11LSD
Autor: Mr. Harun Ur Rashid Swapan Caption: Hundreds of angry investors have taken to the streets in Motijheel and Dilkusha in the capital of Bangladesh, Dhaka, after regulators halted share trading following the record fall of the prime bourse. Schlagworte: Bangladesh, Dhaka, Stoke exchange, the Securities and Exchange Commission, Investor of Bangladesh.
ছবি: DW

তারা বলছেন, সরকারের উচিত বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা৷ তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বলেছেন সরকারের এই প্রস্তাব বাস্তবায়নের কোন পরিকল্পনা এখনো তারা নেননি৷

শেয়ার বাজারে ক্রমাগত দরপতন আর ধসের কারণে বিনিয়োগকারীরা এখন আন্দোলনের মাঠে৷ প্রতিদিনই মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জ - ডিএসই ভবনের সামনে মিছিল, অবরোধ এবং ভাঙচুর এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে৷ এই পরিস্থিতি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিনিয়োগকারীদের পরিচয় পত্র দেয়া, ডিএসইতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোসহ নানা উদ্যোগের কথা জানায় গত বৃহস্পতিবার৷ তবে বিনিয়োগকারীরা এই উদ্যোগের বিরোধী৷ তারা বলেন, এটি একটি অবাস্তব পরিকল্পনা এবং এর উদ্দশ্য ভিন্ন৷

তাদের কথা বাজারে অস্বাভাবিক দরপতনের কারণে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছেন৷ ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা যাবে না৷ বাজার স্থিতিশীল হলে বিনিয়োগকারীরা রাস্তায় নামবেন না৷ সরকারের উচিত বাজার স্থিতিশীল করার উদ্যোগ নেয়া৷

ডিএসই'র সভাপতি শাকিল রিজভী বলেন, এই নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব তারা দেননি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছে৷ এগুলো বাস্তবায়নে তারা এখনো কোন উদ্যোগ নেননি৷

এদিকে, শেয়ার বাজারে দরপতন অব্যাহত আছে৷ গতকাল ডিএসই'র সাধারণ সূচক ২০৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে৷ লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টির দামই কমেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই