1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিভিডি’র চেয়ে হাজার গুন বেশি তথ্য ধারণের ডিস্ক আসছে !

২৪ মে ২০১০

ফ্লপি ডিস্কের মতো ডিভিডি’ও অচিরে যাদুঘরে রাখার জিনিস হয়ে যেতে পারে৷ কারণ জাপানের বিজ্ঞানীরা এমন একটি উপাদান খুঁজে পেয়েছেন, যা দিয়ে তৈরি করা ডিস্কে ডিভিডি’র চেয়ে হাজার গুন বেশি তথ্য রাখা সম্ভব হবে এবং দামও অনেক সস্তা হবে৷

https://p.dw.com/p/NVjJ
ডিভিডি’ও অচিরে যাদুঘরে রাখার জিনিস হয়ে যেতে পারেছবি: AP

উপাদানটির নাম এখনো জানা যায়নি, তবে এটি টাইটেনিয়াম অক্সাইডের কঠিন রূপ৷ বর্তমানে মুখে ব্যবহৃত পাউডার ও সাদা পেইন্ট সহ নানান ধরণের জিনিস তৈরিতে টাইটেনিয়াম অক্সাইডের ব্যবহার হচ্ছে৷

টোকিও বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক শিন-ইচি ওকোশি'র নেতৃত্বে একটি দল এই উপাদানটি তৈরি করেছে৷ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিটিশ ম্যাগাজিন ‘নেচার কেমেস্ট্রি'তে৷ নতুন এই উপাদানটির ব্যাস ৫ থেকে ২০ ন্যানোমিটার৷

ওকোশি বলছেন, বর্তমানে ডিভিডি ও তার চেয়ে অধিক তথ্য ধারণক্ষমতার ব্লু-রে ডিস্ক তৈরিতে ব্যবহৃত জার্মেনিয়াম, অ্যান্টিমনি ও টেলুরিয়ামের দামের চেয়ে টাইটেনিয়াম অক্সাইডের দাম অনেক কম৷ এছাড়া এটি ব্যবহার করাও নিরাপদ৷

বার্তা সংস্থা এএফপি'র সঙ্গে এক সাক্ষাৎকারে ওকোশি এই উপাদানটিকে পরবর্তী প্রজন্মের অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বলে অভিহিত করেছেন৷ কালো রংয়ের এই উপাদানটিতে আলো ফেললে এটি বাদামী রংয়ের সেমিকন্ডাক্টরে পরিণত হয় বলে তিনি বলছেন৷ আর যে উপাদানগুলোতে আলো পড়লে রং বদলায় সেধরণের উপাদান দিয়েই স্টোরেজ ডিভাইস তৈরি করা হয়৷

তবে নতুন আবিষ্কৃত এই উপাদান দিয়ে তৈরি ডিস্ক কবে থেকে বাজারে পাওয়া যাবে, তা ওকোশি বলতে পারেননি৷ এ ব্যাপারে তিনি শিগগিরই বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন