ডয়চে ভেলের ওয়েবসাইটে হুমায়ূন আহমেদ | পাঠক ভাবনা | DW | 12.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের ওয়েবসাইটে হুমায়ূন আহমেদ

ডয়চে ভেলের ওয়েবসাইটে হুমায়ুন আহমেদের কিছু দুর্লভ ছবি দেখলাম৷ এছাড়া সাম্প্রতিককালের চলমান কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কেও ওয়েবসাইটে আলোকপাত করা হয়েছে৷ এগুলি সবই খুব ভাল লাগলো, জানিয়েছেন মনিরুল ইসলাম৷

স্বার্থপর এই পৃথিবীতে কর্মময় জীবনে প্রিয় ডয়চে ভেলের সাথে নিয়মিত আগের মতো আর যোগাযোগ হয়ে ওঠে না৷ খুব মিস করি, তবু ভালোবাসি ডয়চে ভেলেকে৷ আশাকরি সকল কর্মী, শ্রোতা, ভাই-বোন, বন্ধু – সকলেই খুব ভালো আছেন, ভালো থাকবেন৷ সকলের সুখি, সুন্দর জীবন কামনা করছি৷ মনিরুল ইসলাম মনির, পাংশা, রাজবাড়ি৷

‘‘আমি মাঝে মধ্যে কিছু লেখা পাঠিয়েছি আপনাদের কাছে৷ আপনাদের লেখাতে ‘কমেন্ট' করতে আমি কি ফেসবুক ব্যবহার করবো নাকি ই-মেলে মন্তব্য করলেও হবে?'' প্রশ্ন পাঠকবন্ধু দেওয়ান কামরুল হাসান রথির৷

- ভাই কামরুল হাসান, আপনি আমাদের কাছে ই-মেল পাঠাতে পারেন, যা আমরা আনন্দের সাথেই গ্রহণ করি৷ তাছাড়া ফেসবুকে প্রতিবেদনগুলো পড়ে সরাসরি তার নীচেই মতামত লিখতে পারেন৷ আর ফেসবুকে করা মন্তব্য আমরাসহ অন্য ফেসবুক বন্ধুরাও পড়তে পারবেন৷ তবে আপনি চাইলে দুটোই করতে পারেন, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই৷

‘‘আমার সালাম নেবেন৷ আশাকরি ডয়চে ভেলের সবাইকে নিয়ে ভালো আছেন৷ আমরাও খুব ভালো আছি৷ আপনাদের টিভি অনুষ্ঠান দেখছি, ফেসবুকেও আছি৷ আপনারা কি টিভি অনুষ্ঠান বন্ধ করে দেবেন? আমার একটি প্রস্তাব ‘অন্বেষণ'-এ শ্রোতা মতামত সংযোজন করুন৷ সুখে থাকুন৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, পাবনা৷

- বন্ধু এস এম এ হান্নান, ‘অন্বেষণ'-এ আমরা কিন্তু এর আগে শ্রোতা মন্তব্য সংযোজন করেছি৷ আপনারা আরো মন্তব্য পাঠালে অবশ্যই আমরা তা আবারো করার চেষ্টা করবো৷ মতামতের জন্য সবাইকে ধন্যবাদ৷ বন্ধুরা, এভাবেই আমাদের সাথে থাকবেন৷ কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন