ডয়চে ভেলের ছবিঘরগুলো খুব ভালো লাগছে | পাঠক ভাবনা | DW | 03.12.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের ছবিঘরগুলো খুব ভালো লাগছে

মাল্টিটাস্কিং স্মৃতির জন্য মোটেই ভালো নয়, মস্তিষ্কের জন্য উপকারী ৭টি খাবার এবং বাংলাদেশে এইডস পরিস্থিতি নিয়ে ছবিঘর খুব ভালো লেগেছে, জানিয়েছেন পাঠক বারিক৷

তাঁর কাছে আরো ভালো লেগেছে চীনের প্রথম গৃহ নির্যাতন আইনের খসড়ার ফাঁকফোকর নিয়ে প্রতিবেদনটিও৷ বন্ধু বারিকের ভালো লাগা ছবিঘরের মধ্যে আরো রয়েছে, ‘গ্যাসট্রিক থেকে দূরে থাকার কিছু টিপস'৷ তিনি লিখেছেন, ‘‘ধন্যবাদ ডয়চে ভেলে, আমাদেরকে নানা রকম তথ্য ও আনন্দ দিয়ে এবং একজন সচেতন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য৷

ই-মেলে আরো আছে, শুরু হলো বিজয়ের মাস৷ আর তাই মুক্তিযোদ্ধাদের স্মৃতি নিয়ে আপনাদের ফেসবুক পাতায় প্রতিদিন থাকছে বিশেষ প্রতিবেদন, জেনে আমার ভীষণ ভালো লাগলো৷ ‘প্রতিদিন হাসপাতালের পাশে হাত-পায়ের স্তূপ জমতো'৷ এ শিরোনামে প্রতিবেদন পড়ে আমার আমার এক অন্য রকম অনুভূতি হলো৷ যা ভাষায় লিখে বোঝানো যাবে না৷'' এমএবারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া থেকে৷

‘‘পত্রিকা থেকে জানতে পারলাম জার্মানরা নিরামিষ খেতে আগ্রহী দেখা যাচ্ছে৷ এর কারণ কী জানালে ভালো হয়৷'' এভাবেই জানতে চেয়েছেন কলকাতা থেকে পুরনো বন্ধু সুহৃদ ব্যানার্জী৷

-ভাই সুহৃদ, আপনার জন্য এই ছবিঘরটি দেওয়া হলো, এতেই পাবেন ছবিসহ এ বিষয়ে নানা তথ্য৷

ঢাকার গুলশান থেকে পুরনো বন্ধু বিধান চন্দ্র টিকাদার লিখেছেন, ‘‘ফিরে দেখা-ডাকে আসা চিঠির যুগ' শিরোনামের ছবিগুলি পাঠকদের মতামতের সাথে দেওয়ায় খুব ভালো লাগলো৷ এই ছবি সকলকে পুরনো স্মৃতিই মনে করিয়ে দেবে৷ নিয়মিত আরো পাঠক যেন আপনাদের ওয়েবসাইট দেখে সেজন্য আমার পরিচিত সবাইকে অনুরোধ করবো৷''

-ধন্যবাদ সবাইকে, আবারো লিখবেন বন্ধুরা, কেমন ?

সংকলন: নুরুন নাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন