1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকাকে বাঁচাতে ড্যাপ বাস্তবায়নের উদ্যোগ সরকারের

২৪ জুন ২০১০

সব পত্রিকায় শিরোনাম হওয়ার মতো কোনো খবর না থাকায় আজ একেক পত্রিকা একেক বিষয়ে তাদের শীর্ষ খবরটি তৈরি করেছে৷

https://p.dw.com/p/O1Mk
ঢাকার জলাশয়গুলো রক্ষার কথা বলা হয়েছে ড্যাপ-এছবি: Christoph Hasselbach

তবে এর মধ্যেও ড্যাপ বা ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান নিয়ে অন্তত: তিনটি পত্রিকা শীর্ষ খবর ছেপেছে৷ এছাড়া নীচু জমি ভরাটকারীদের বিরুদ্ধে সরকারের মামলার প্রস্তুতি, বিশ্বকাপ, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল, আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকদের পুনরায় কাজ শুরু, সরকারি দল আওয়ামী লীগের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর এসব বিষয় আজ পত্রপত্রিকায় গুরুত্ব পেয়েছে৷

ড্যাপ বাস্তবায়নের উদ্যোগ

সমকাল, ডেইলি স্টার আর কালের কন্ঠ ড্যাপ নিয়ে আজ যে বিষয়ে খবর ছেপেছে তা হলো- ড্যাপকে গেজেট আকারে প্রকাশ৷ সমকালের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজধানী ঢাকাকে বাঁচাতে ড্যাপ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার৷ রাজধানীর আবাসিক এলাকা, শিল্প ও বাণিজ্যিক এলাকা, রাস্তাঘাট, কৃষি এলাকা, বন্যাপ্রবাহ এলাকা, উন্মুক্ত স্থান, খেলার মাঠ, পার্ক ও প্রাকৃতিক জলাধার সহ ঐতিহাসিক স্থানগুলো এই পরিকল্পনায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানায় দৈনিক সমকাল৷ ডেইলি স্টার তাদের প্রতিবেদনে পাঠকের সুবিধার্থে ড্যাপে থাকা সুপারিশগুলো পয়েন্ট আকারে আলাদাভাবে হাইলাইট করে প্রকাশ করেছে৷ তবে ড্যাপ নিয়ে সবচেয়ে বেশি তিনটি সংবাদ ছেপেছে দৈনিক কালের কন্ঠ৷ তাদের প্রধান তিনটি খবরই ড্যাপ নিয়ে৷ এই খবরগুলোর শিরোনাম হলো ‘‘ড্যাপের গেজেট নিয়ে সরকারের ভেতরে অসন্তোষ'', ‘‘সংশোধন না হলে গণবিস্ফোরণ ঘটার আশঙ্কা এমপিদের'' এবং ‘‘ড্যাপ ২: ঝুঁকিতে ৪ হাজার কোটি টাকার ৫ সরকারি প্রকল্প''৷ অর্থাৎ বোঝা যাচ্ছে, পত্রিকাটি ড্যাপকে সমর্থন করছেনা৷

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল

দৈনিক প্রথম আলো এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে এবং এটিই হলো তাদের আজকের প্রধান খবর৷ পত্রিকাটি বলছে যে, মালিকপক্ষের স্বার্থের প্রাধান্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি৷ প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যও ছাপা হয়েছে৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘‘স্বার্থের কথা বিবেচনা করলে আইনটি মালিকপক্ষের দিকেই গেছে৷''

বিশ্বকাপ

জার্মানির দ্বিতীয় রাউন্ডে ওঠার খবরটি দিয়ে শিরোনাম করেছে ডেইলি স্টার ও কালের কন্ঠ৷ সেই সঙ্গে ডেইলি স্টার জানাচ্ছে যে পরবর্তী রাউন্ডে জার্মানির খেলা হবে ইংল্যান্ডের সঙ্গে৷ আর অন্য পত্রিকাগুলো ইংল্যান্ডের শেষ ষোলতে পৌঁছানোর বিষয়টি শিরোনামে এনেছে৷ দৈনিক ইত্তেফাক তাদের শীর্ষ খবরটিই করেছে ইংল্যান্ডের খবর দিয়ে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম