1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকাকে ভাগ করার চেয়ে প্রয়োজন দক্ষতা বাড়ানো

১১ ডিসেম্বর ২০১০

ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত না করে প্রশাসনের দক্ষতা বাড়ানো উচিত৷ প্রয়োজন ডেপুটি মেয়রের পদ সৃষ্টি করে কাজের গতি বাড়ানো যায়৷ রাজনৈতিক কারণে ঢাকাকে ভাগ না করে এর সীমানা নির্ধারণ করে দেয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/QVnv
বিগত আট বছরেও হয়নি ঢাকা সিটি নির্বাচন (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

পাঁচ বছরের মেয়াদ হলেও বিগত আট বছরেও হয়নি ঢাকা সিটি নির্বাচন৷ এখন আবার ঢাকা সিটি করপোরেশনকে দুই থকে চার ভাগে ভাগ করার কথা বলছে সরকার৷ সাধারণ মানুষ মনে করেন নগরবাসীকে সেবা দেয়াই আসল কথা৷ সেটা চার ভাগে ভাগ করে হতে পারে৷ আবার দক্ষতা বাড়িয়েও তা সম্ভব৷ তবে এর জন্য প্রয়োজন সদিচ্ছা৷

বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক কারণে ঢাকা সিটি করপোরেশনেক ভাগ করা ঠিক হবেনা, একজন মেয়রই যথেষ্ট৷ ঢাকা শহরের সীমানা বেধে দেয়া উচিত৷ ব্যবসায়িক কারনে প্রতিদিনই ঢাকার সীমানা বাড়াচ্ছে ভবন নির্মাতারা৷ এটা বন্ধ হওয়া উচিত৷ যেমন বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ৷

অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, একাধিক ডেপুটি মেয়য়রের পদ সৃষ্টি বা কাউন্সিলরদের দায়িত্ব বাড়িয়ে সিটি করপোরেশেনের দক্ষতা বাড়ানো সম্ভব৷ এর ফলে সম্ভব মেয়রের ওপর চাপ কমানো৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য