1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর গোলার্ধে ‘বড়’ দিন

২১ জুন ২০১৪

শনিবারের সূর্যোদয় দেখতে ভিড় জমেছে ইংল্যান্ডের স্টোনহেইঞ্জে৷ যুক্তরাষ্ট্রের সান্তা বারবারা মেতেছে শোভাযাত্রায়৷ আর বাংলাদেশে অনুসন্ধিৎসুদের চোখ টেলিস্কোপে৷ তাঁরা সবাই উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিনটির সাক্ষী৷

https://p.dw.com/p/1CN11
Sonne und Wolken
ফাইল ফটোছবি: Mahdi Ebi

সূর্যের চারদিকে বার্ষিক পরিক্রমায় ২১শে মার্চ বিষুবরেখার ওপরে, অর্থাৎ পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থান করে পৃথিবী৷ এরপর সূর্য ক্রমশ উত্তর দিকে সরে যেতে থাকে এবং ২২শে জুন উত্তর গোলার্ধে সাড়ে ২৩ ডিগ্রি অক্ষাংশে কল্পিত কর্কটক্রান্তি রেখার ওপর পৌঁছায়৷ ফলে উত্তর গোলার্ধে উত্তরায়নের শেষ দিনটি হয় বছরের দীর্ঘতম, রাত হয় ক্ষুদ্রতম৷ এ গোলার্ধে তাই দিনটি উদযাপন করা হয় কর্কটক্রান্তি দিবস হিসাবে৷

জার্মানির রাজধানী বার্লিনের আকাশে শনিবার সূর্য থাকবে মোট ১৬ ঘণ্টা ৫০ মিনিট ৫ সেকেন্ড৷ লন্ডনে দিনের দৈর্ঘ্য হবে ১৬ ঘণ্টা ৩৮ মিনিট ১৯ সেকেন্ড৷ আর বাংলাদেশের ঢাকায় ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ১ সেকেন্ড সূর্যের মুখ দেখা যাবে৷

কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মাঝামাঝি এলাকা দিয়ে গেছে বলে শনিবার বেলা ১২ টায় ঢাকার আকাশে সূর্য থাকবে মাথার ঠিক উপরে, মধ্যগগন থেকে মাত্র ০.৩ ডিগ্রি কৌণিক দূরত্বে৷ ওই সময় কর্কটক্রান্তি রেখায় মাটির ওপর খাড়াভাবে কোনো লাঠি পুঁতে দিলে তার ছায়া পড়বে না৷

প্রাচীনকালে কর্কটক্রান্তি ও মকারক্রান্তির মতো দিবসগুলো থেকেই মানুষ ঋতু পরিবর্তনের হিসাব রাখতো, আবহাওয়া বুঝে চাষাবাদ করতো৷ এ কারণে বিশ্বের বহু দেশেই এই দিবসগুলো উদযাপন করা হয় উৎসবের আমেজে৷

প্রতি বছর কর্কটক্রান্তি দিবসে হাজার হাজার মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক নিদর্শন স্টোনহেইঞ্জে কাটায়৷ নানা রকম কস্টিউমে নেচে-গেয়ে দিনটি উদযাপন করেন তাঁরা৷

প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের সান্তা বারবারায় কর্কটক্রান্তি দিবসের শোভাযাত্রা ও সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে৷ আলাস্কার অ্যাঙ্কোরেজে হচ্ছে ডাউনটাউন ফেস্টিভাল আর পোল্যান্ডের ক্রাকোভ শহরে চলছে ভিয়ানকি উৎসব

বাংলাদেশের বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র ২০০৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে৷ এ বছরও তাঁরা ঢাকা ও বরিশালে টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ এবং সূর্যের ছায়া পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

জেকে/ডিজি (উইকিপিডিয়া, এপি, অনুসন্ধিৎসু চক্র)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য