1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালো মানুষ

আশীষ চক্রবর্ত্তী৩ নভেম্বর ২০১৫

মানুষের মুখে হাসি ফোটানোর বিনিময়ে সামান্য কিছু আয় করার জন্য সারাটা দিন কাটিয়ে দেন ফুটপাতে৷ কাউকে খারাপ কিছু বলতে খুব আপত্তি তাঁর৷ তাঁর চোখে সবই ভালো৷ এক বিদেশি তাঁর নামই দিয়ে দিলেন ‘গুড ম্যান'৷

https://p.dw.com/p/1GyvA
Afghanistan, Wahrsager
ছবি: 3rd Eye/Reza Sahel

ঢাকার কোনো ফুটপাতে এখনো হয়তো দেখা যাবে তাঁকে৷ নাম না জানা মানুষটির কাছে আজও নিশ্চয়ই যাবেন অনেকে৷ যাবেন ভাগ্যটা কেমন জানতে৷ কার ভাগ্যে কী আছে হাত দেখেই যে বলে দেন তিনি!

অনেকে তা বিশ্বাসও করেন৷ তাই কয়েকজন অন্তত জুটেই যায় প্রতিদিন৷ তাতেই কোনোরকমে চলে সংসার৷ এক বছর আগে এক বিদেশিও হাজির হয়েছিলেন ফুটপাতের সেই ‘ভাগ্যের ডাক্তার'-এর কাছে৷ হাত বাড়িয়ে দিলেন৷

হাত ধরেই ভাগ্য গণনাকারী বলতে শুরু করলেন, ‘লাভ লাইন ইজ ভেরি গুড', অর্থাৎ চিন্তার কিছু নেই, জীবনে প্রেম আসবে৷ ‘লাক লাইন ইজ ভেরি গুড', সুতরাং ভাগ্যরেখা ভালো আর ভাগ্যরেখা ভালো হলে মানুষের নাকি সবই ভালো হয়৷ তারপরও হাত দেখে বললেন, ‘বিজনেস লাইন ইজ ভেরি গুড', তার মানে ব্যবসা করলে অনেক টাকা-পয়সাও হবে৷

সীমিত ইংরেজি জ্ঞানে ‘মুন ইজ দ্য ভেরি গুড', ‘ বৃহস্পতি মাউন্টেন ইজ ভেরি গুড' বলে বিদেশি খদ্দেরকে আরো খুশি করতে চাইলেন৷

খদ্দের জানতে চাইলেন, ‘বিয়ে কয়টা হবে?'

‘একটা'৷

‘বাচ্চা-কাচ্চা কয়টা হবে?'

‘তিনটা৷'

অনেক কথার পরে হাসিমুখে আরেকটা কথা জানাতেও ভুললেন না, ‘‘আপনার জীবন সাফল্যমণ্ডিত হবে৷''

হোক না ভুল ইংরেজি, তবু লোকটি তো সামান্য পয়সার বিনিময়ে মানুষকে ধরে ধরে মন ভালো করা কথা শোনায়৷ অনেক সমস্যার দেশে এমন একজনকে তাই ‘গুডম্যান' বলেই ডাকলেন ভিনদেশি ভদ্রলোক৷ ঢাকার রাজপথে হাত দেখানোর এই অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে আপলোডও করেছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য