1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার রাস্তায় দিনে ৯৮টি ব্যক্তিগত গাড়ি নামছে

২২ মে ২০১০

তারপর মোটরসাইকেল, প্রতিদিন নিবন্ধিত হচ্ছে ৮৮টি৷ বাসের নিবন্ধন খুবই কম, দৈনিক গড়ে মাত্র চারটি৷ বাকি ৩৫টি যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক, টেম্পো ও পিকআপ ভ্যান৷

https://p.dw.com/p/NUai
ঢাকায় যানজট প্রতিদিনছবি: picture-alliance/ dpa

দৈনিক প্রথম আলো বলছে, ঢাকায় গড়ে প্রতিদিন ২২৭টি যানবাহন নিবন্ধিত হচ্ছে৷ এরমধ্যে দিনে ৯৮টি ব্যক্তিগত গাড়ি নামছে ঢাকার রাস্তায়৷ তারপর মোটরসাইকেল, প্রতিদিন নিবন্ধিত হচ্ছে ৮৮টি৷ বাসের নিবন্ধন খুবই কম, দৈনিক গড়ে মাত্র চারটি৷ বাকি ৩৫টি যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক, টেম্পো ও পিকআপ ভ্যান৷ এই হিসেব নেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ)-এর ২০০৯ সালের নিবন্ধন তালিকা থেকে৷ কিন্তু নতুন নতুন গাড়ির চাপে ঢাকার সড়ক ভরে গেলেও, পুরোনো গাড়ি উচ্ছেদ হচ্ছে না৷ রাস্তাও বাড়ছে না৷ ফলে যানজটে নাকাল হচ্ছে নগরবাসী৷

ঢাকা- মস্কো প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা বাড়াবে

বিডি নিউজ টুয়েন্টি ফোর সহ কয়েকটি পত্রিকা বলছে, বাংলাদেশ ও রাশিয়া, তেল-গ্যাসসহ প্রতিরক্ষা এবং জ্বালানী খাতে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে৷ শুক্রবার মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়৷ পাবনার রূপপুরে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে এদিন রাশিয়ার সঙ্গে মস্কোতে একটি কাঠামো চুক্তি সই হয়৷ চুক্তি সই-এর সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন৷

জুনে টানা বৃষ্টি, জলাবদ্ধতার আশঙ্কা

ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশে আরও দুই দিন টানা বৃষ্টিপাত হবে৷ তারপর আবার জুনের শুরুতে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ লায়লার প্রভাবে শুক্রবার ঢাকায় ১২ মিলিমিটার এবং বরিশালে সর্বাধিক ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়৷ ঢাকায় সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে৷

হাওরাঞ্চলের উন্নয়নে বেশ কিছু কার্যক্রম অনুমোদনের অপেক্ষায়

নয় বছর পর, আগামীকাল রোববার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হতে চলেছে৷ সভাটি হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আর সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সভায় হাওরাঞ্চল উন্নয়নে বেশ কিছু কার্যক্রম অনুমোদনের কথা রয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়