1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় উন্নয়ন সহযোগীদের বৈঠক

১৫ ফেব্রুয়ারি ২০১০

চার বছর পর সোমবার ঢাকায় শুরু হয়েছে উন্নয়ন সহযোগীদের দু‘দিন ব্যাপী সম্মেলন৷ উদ্বোধনী দিনেই উন্নয়ন সহযোগীরা তাদের মতামত, পর্যবেক্ষণ এবং সুপারিশ দিতে শুরু করেছেন৷

https://p.dw.com/p/M1wH
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

বিশ্বব্যাংক এবং এডিবি ছাড়া জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন ঢাকার এই বৈঠকে৷ বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গেরেরো বাংলাদেশের উন্নয়নে ৫টি চ্যালেঞ্জের কথা বলেন৷ যার অন্যতম হল সুশাসন৷ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, দারিদ্র্য নিরসন এবং আর্থ-সামাজিক উন্নয়নে তার সরকারের সাফল্য এবং উদ্যোগের কথা তুলে ধরেন৷ প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের দ্রুত সহায়তার আহ্বান জানান৷

প্রথম দিনের বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, দাতারা অভিযোগ করেছন, দুর্নীতি দমন কমিশন প্রকৃত অর্থে কার্যকর হচ্ছেনা৷ তবে সরকার তাদের সঙ্গে একমত নয়৷ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান জানান, দাতারা শক্তিশালী স্থানীয় সরকারের কথা বলেছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক