1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় খেলোয়াড়ের আঘাতে রক্তাক্ত কোচ!

৩০ জানুয়ারি ২০১১

‘চরমপন্থী জঙ্গিদের পরিচয় সন্ত্রাসী’, লন্ডনে এক সাক্ষাৎকারে একথা বলেন শেখ হাসিনা৷ রয়েছে জামায়াত নেতা গোলাম আযমের যুদ্ধাপরাধ নিয়ে প্রতিবেদন৷ আর আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ নিয়ে পর্যালোচনা৷

https://p.dw.com/p/107Jh
মাঠে খেলাটাই আসল কথা (ফাইল ফটো)ছবি: AP

শেখ হাসিনার যুক্তরাজ্য সফর

‘জঙ্গিদের ধর্ম নেই, সীমানা নেই'- যুক্তরাজ্য সফররত শেখ হাসিনা সেদেশের শীর্ষস্থানীয় দৈনিক টেলিগ্রাফকে বলেছেন একথা৷ প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারের অংশ বিশেষ প্রকাশ করেছে দৈনিক কালেরকণ্ঠসহ কয়েকটি পত্রিকা৷ চরমপন্থী জঙ্গিদের প্রসঙ্গে হাসিনার মন্তব্য, এদের পরিচয় এরা সন্ত্রাসী, এদের অপকর্মের কোনো সীমানা নেই৷ এদের অপকর্মের জন্য কোনো দেশ বা কোনো ধর্মকে দায়ী করা মোটেই ঠিক নয়৷ টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এবং ব়্যাবের নানা কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন শেখ হাসিনা৷

গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ

দৈনিক সমকালসহ কয়েকটি পত্রিকা দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে গোলাম আযমের বিরুদ্ধে'৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান জানিয়েছেন এই তথ্য৷ সাংবাদিকদের তিনি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে৷ এতে অগ্রগতিও হচ্ছে৷ তথ্য-প্রমাণের আলোকে আইন অনুযায়ী গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে বলেও জানান হান্নান৷

আড়িয়ল বিলে বিমানবন্দর

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘নতুন বিমানবন্দর কেন'৷ নতুন বিমানবন্দরের পক্ষে-বিপক্ষে নানা যুক্তি প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে৷ বিশেষ করে বর্তমানে বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক এবং পাঁচটি

অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে৷ ঢাকার শাহজালাল বিমানবন্দরও পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না৷ ফলে, নতুন বিমান বন্দরের চেয়ে পুরনোগুলো সংস্কারের মাধ্যমে কর্মক্ষমতা বাড়ানো সম্ভব৷ তাছাড়া প্রাকৃতিকভাবেও আড়িয়ল বিল বিমানবন্দরের জন্য উপযুক্ত নয় বলেই মত বিশেষজ্ঞদের৷

রক্তাক্ত কোচ

‘ফুটবলারের আঘাতে রক্তাক্ত কোচ' শিরোনাম করেছে দৈনিক সমকাল৷ ঢাকায় শেখ রাসেল ও আরামবাগের মধ্যকার ফুটবল ম্যাচের শেষে দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়৷ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন শেখ রাসেলের কোচ মাহমুদুল ইসলাম৷ কিন্তু তাকে লাঞ্ছিত করে বিপক্ষের খেলোয়াড়রা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম