1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় গোপন জঙ্গি ঘাঁটি গ্রেনেডসহ বিপুল অস্ত্র উদ্ধার

৩১ জুলাই ২০১০

ইত্তেফাক, প্রথম আলো, ডেইলী স্টারসহ প্রায় প্রতিটি পত্রিকা এবং বিডি নিউজ টুয়েন্টি ফোর সহ সংবাদ সংস্থাগুলোর শিরোনামে আজকে প্রথমেই জায়গা করে নিয়েছে মিরপুরের জঙ্গি ঘাঁটি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের খবরটি৷

https://p.dw.com/p/OYid
ফাইল ছবিছবি: DW

বলা হচ্ছে এটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি-র গোপন ঘাঁটি৷ উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে গ্রেনেডও পাওয়া গেছে দেখছি৷ উত্তর বিশিলের ৭০/ক-এর ঐ বাড়ি থেকে পুলিশ একটি এসএমজি(স্টেনগান), একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, গ্রেনেডের ৩৬টি খোল, ৪০ কেজি গান পাউডার, শতাধিক ঘড়ি, তিন ব্যাগ স্প্লিন্টার এবং বোমা তৈরির ফর্মূলাসহ, বিপুল পরিমান জিহাদি বই উদ্ধার করেছে৷ তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ অভিযান চলাকালে ডিএমপি কমিশনার শহীদুল হক দ্রুত ঘটনাস্থলে যান৷

'যুদ্ধাপরাধীদের রক্ষায় কর্মসূচী করতে দেয়া হবে না'

বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধীদের সমর্থনে কাউকে কোন কর্মসূচী করতে দেয়া হবে না৷ শুক্রবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, যে দল বা গোষ্ঠীরই হোক না কেন যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্যে কাউকে কোন কর্মসূচী করতে দেয়া হবে না৷ তিনি বলেন, জনগনের দূর্ভোগ বাড়িয়ে মাঠে ময়দানে, মসজিদ-মাদ্রাসায় কেউ কোন কিছু করতে পারবে না৷

রমজান মাসে ভারতে থেকে চাল আমদানি

রমজান মাসের মধ্যে ভারত থেকে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম আমদানি করা হচ্ছে৷ ভারত সরকারের মধ্যস্থতায় সে দেশের রপ্তানিকারকেরা চাল সরবরাহ করবেন৷ আর গম সরবরাহ করবে ভারতের রাষ্ট্রীয় সংস্থা স্টেট ট্রেডিং করপোরেশন অব ইন্ডিয়া৷ আজকের সংবাদপত্রগুলোতে এছাড়া আর যে খবরটি প্রায় সবগুলো পত্রিকাতেই জায়গা করে নিয়েছে সেটি হচ্ছে সরকার ঘোষিত মজুরির প্রতিবাদে ঢাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ৷ এই সময় অন্তত ৫০ জন আহত হন৷ দুটি মামলা দায়ের করা হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম