1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বিশেষ মার্কিন দূত স্টিফেন জে রাপ

২ মে ২০১১

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনেই সম্ভব বলে জানিয়েছেন ঢাকা সফররত যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে রাপ৷ তিনি আজ ট্রাইবুন্যালের প্রসিকউটরদের সঙ্গে বৈঠকের পর একথা বলেন৷

https://p.dw.com/p/117e3
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনে যুদ্ধাপরাধের বিচার সম্ভবছবি: Harun Ur Rashid Swapan

বিশেষ মার্কিন দূত স্টিফেন জে রাপ আজ ট্রাইবুন্যালের প্রসিকিউটর এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকের পর তিনি জানান, ১৯৭৩ সালের যে আইনে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট৷ তিনি বলেন, ইতোমধ্যেই আইনের কিছু বিধান সংশোধনের যে উদ্যোগ নেয়া হয়েছে তা আশাব্যঞ্জক৷ আর এখন পর্যন্ত সঠিকভাবেই বিচারের কাজ এগিয়ে যাচ্ছে৷ তিনি যে বৈঠক করেছেন তাতে তিনি আশ্বস্ত হয়েছেন৷ তবে তিনি মনে করেন, সাক্ষী সুরক্ষা আইনকে আরো গুরুত্বের সঙ্গে দেখা উচিত৷ উল্লেখ্য, এর আগেরবার ঢাকা সফরের সময় অবশ্য তিনি আইনের কিছু সংশোধনের কথা বলেছিলেন৷

ট্রাইবুন্যালের চিফ প্রসিকউটর গোলাম আরিফ টিপু বলেন, স্টিফেন জে রাপ তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন৷ তিনি বলেন, যুদ্ধাপরাধ আইন এবং কার্যপ্রনণালী নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের পূর্ণ সমর্থন রয়েছে৷ যদিও এর আগে ঢাকা সফরের সময় এই মার্কিন দূত আইনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷

বৈঠকে আইন মন্ত্রণালয়ের অনুরোধে উপস্থিত ছিলেন খ্যাতিমান আইনজ্ঞ ব্যরিষ্টার আমীর উল ইসলাম৷ তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এবং বাংলাদেশ সরকার ও জনগণের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্টিফেন জে রাপ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটররা জানান, যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদের শিগগিরই যুদ্ধাপরাধ মামলায় সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক