1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজরাদের প্রথম ‘প্রাইড মার্চ’

১১ নভেম্বর ২০১৪

মন্ত্রিসভায় স্বীকৃতি পাওয়ার পর হিজরারা এবার ঢাকায় প্রথমবারের মতো ‘প্রাইড মার্চ’ করেছেন৷ গত বছর নভেম্বরে বাংলাদেশের হিজরারা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পায়৷ তার এক বছর পূর্তিতে এই সমাবেশের আয়োজন করেন তাঁরা৷

https://p.dw.com/p/1Dl94
Hijra Day Transgender Pride Parade in Dhaka, Bangladesch
ছবি: picture-alliance/dpa/Monirul Alam

সোমবার ঢাকায় অন্তত এক হাজার হিজরা প্রাইড মার্চে অংশ নেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এবং বিদেশের অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন৷

দিল্লির মারিও ডা পেনহা এ সম্পর্কিত একটি সংবাদ শেয়ার করে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত প্রাইড মার্চের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন৷

কাজী তাহসিন আঘাজ লিখেছেন, বাংলাদেশের হিজরা প্রাইড মার্চে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ৷ এছাড়া একই বিষয়ে আরো একটি টুইট করেছেন তিনি৷

বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম তৃতীয় লিঙ্গের উপর শাহাদাত হোসেন নির্মিত একটি চলচ্চিত্রের প্রোমো টুইটারে শেয়ার করেছিলেন কয়েকমাস আগে৷

নিশা ‘ড্রিমি পোর্ট্রেইটস' এর তোলা হিজরাদের অসাধারণ কিছু ছবি শেয়ার করেছেন টুইটারে৷

এছাড়া ট্রান্সজেন্ডার ক্যানাডা ঢাকার হিজরাদের সমাবেশের খবরটি টুইটারে শেয়ার করেছে৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য