1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা টেস্টের চতুর্থ দিনেও জয়ের পাল্লা ভারি ইংল্যান্ডের দিকে

২৩ মার্চ ২০১০

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যে ঢাকা টেস্টের চতুর্থ দিনে তামিম ইকবালের অর্ধ-শতকের ওপর ভর করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে রান তুলেছে ছয় উইকেটে ১৭২৷ ফলে ইংল্যান্ডের চেয়ে তারা এগিয়ে আছে ৯৫ রানে৷

https://p.dw.com/p/MaJ6
ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের মুখ কি দেখবে বাংলাদেশ ?ছবি: AP

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৬ রানে৷ আর প্রথম ইনিংস-এ বাংলাদেশ করেছিল ৮১৯ রান৷ বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করছেন ২৫ রান নিয়ে৷ তিনি খেলেছেন ৭৫ বল৷

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ রানে পিছিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ৷ উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ২৩ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হন৷ আর এতেই বিপদে পড়ে বাংলাদেশ দল৷ অবশ্য ৬৩ রান করে দলকে অনেকটাই বিপদ থেকে টেনে তোলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী৷ তবে তামিম আক্রমণাত্মক খেলার বদলে খেলেছেন অনেকটা ধীর স্থিরভাবে৷ ৮৪ বল খেলে ৫২ রান করেন তিনি৷ চার মেরেছেন পাঁচটি৷ ৬৮ বলে অর্ধশতকে পৌঁছোন তিনি৷

এর আগে আট উইকেটে ৪৪০ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড৷ আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান টিম ব্রেসন্যান তার ৬৪ রানের ইনিংসটি নিয়ে যান প্রায় শতকের কাছাকাছি৷ তবে ৯ রানের অভাবে শতক ছুঁতে পারেননি তিনি৷

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক