1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিভাগে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা

১৭ জানুয়ারি ২০১১

ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় মোটিমুটি শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শেষ হয়েছে৷ এখন চলছে ভোট গননার কাজ৷ রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৯টি পৌর সভার ভোট গননা শেষ হয়৷ এতে আওয়ামী লীগের ১৩ জন এবং বিএনপির ৬ জন মেয়র পদে জয়ী হয়েছেন৷

https://p.dw.com/p/zypw
ফরিদপুরে ভোট গ্রহণের দৃশ্যছবি: Swapan

কাল অর্থাৎ মঙ্গলবার নির্বাচন হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৫৮ পৌরসভায়৷ সোমবার কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে নির্বাচনে বড় কোন অনিয়মের খবর পাওয়া যায়নি৷ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করছে নির্বাচন কমিশন৷ ওইসব কেন্দ্রে ভুল ভোটার তালিকা পাঠান হয়েছিল৷

নারায়নগঞ্জের তারাব পৌরসভার একটি ভোটকেন্দ্রে বিশৃংখলার অভিযোগে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়৷ আরেকটি কেন্দ্রে সাজা হয়েছে একজনের৷ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় ২টি কেন্দ্রে বিশৃংখলার অভিযোগে সাজা হয়েছে ২ জনের৷ ব্যালট পেপার নিয়ে বেরিয়ে আসার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজনকে গ্রেফতার করে পুলিশ৷ সাভার পৌরসভায় এক প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে সহায়তার অভিযোগে প্রত্যাহার করা হয় আর্মড পুলিশের এক সদস্যকে৷ জামালপুরের শরিষাবাড়িতে আটক করা হয়েছে ৩ জনকে৷ রাজবাড়ির গোয়ালন্দে সাজা দেয়া হয় এক পোলিং এজেন্টকে৷

বিএপির স্থায়ি কমাটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে কালিয়াকৈরসহ কয়েকটি পৌরসভায় অনিয়মের অভিযোগ করছেন৷ তিনি দাবি করছেন ওই সব এলাকায় সেনা মোতায়েন করা হলে অনিয়ম হতনা৷ তবে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলছেন, ঢাকা বিভাগের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ন হয়েছে৷

ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় ২৯৯ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ মঙ্গলবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ৫৮টি পৌরসভার নির্বাচন৷ চট্টগ্রামের ব্রাহ্মনবাড়িয়া পৌরসভার নির্বাচন সোমবার ৩ সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা