1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিভাগে পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১৭ জানুয়ারি ২০১১

শেষ পর্যন্ত পৌর নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মত মর্যাদার লড়াইয়ে পরিণত হল৷ আর সারা দেশের মানুষও এখন অধীর আগ্রহে এই নির্বাচন ও এর ফলাফল প্রত্যক্ষ করছে৷

https://p.dw.com/p/zyUS
ভোটগ্রহণ চলছেছবি: Mustafiz Mamun

রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ফলাফল মিলিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি এখন সমানে সমান৷ এই পরিস্থিতিতে দুই প্রধান দলের অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভার নির্বাচন৷

দু'দফায় ১২২টি পৌরসভার নির্বাচন শেষে সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ১২১টি পৌরসভার নির্বাচন৷ ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভার নির্বাচন শুরু হয়েছে সোমবার সকাল ৮টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত৷ আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৯টি পৌরসভার ভোট নেয়া হবে মঙ্গলবার৷ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন আশা করছেন, এই দু'দিনের নির্বাচনও অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে৷ এজন্য কেন্দ্রগুলাতে প্রয়োজন অনুযায়ী সামরিক ও আধাসামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে৷ রয়েছে স্ট্রাইকিং ফোর্স৷ নির্বাচন কমিশনার ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হলে কারসাজির সুযোগ থাকে৷

সাখাওয়াত হোসেন প্রার্থী এবং তাদের সমর্থক ও এজেন্টদের নির্বাচন চলাকালেও আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন৷ এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন৷

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে সবকেন্দ্রে সেনা মোতায়েনের দাবিকে উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷ তিনি বলেছেন, যেসব কেন্দ্রে এর আগে সেনা মেতায়েন হয়নি সেখানে শান্তি- শৃংখলার কোন অবনতি হয়নি৷ বিএনপি ঢাকা এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে তাদের ভরাডুবি হবে আঁচ করতে পেরে সেনা মোতায়েনের ধুয়া তুলছে৷ তিনি জানতে চান সেনাবাহিনী কি তাদের বিশেষ সুবিধা দেবে কিনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক