1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ

১১ ফেব্রুয়ারি ২০১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাতের ছাত্র সংগঠন শিবিরের নৃশংসতার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আতংক ছড়িয়ে পড়েছে৷

https://p.dw.com/p/Lz1W
বিক্ষোভরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী (ফাইল চিত্র)ছবি: AP

এ পরিস্থিতিতে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক ডয়চে ভেলেকে বলেছেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়৷ তিনি জানান, বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন সাংগঠনিক ততপরতা চালাতে পারবেনা৷ তাদের কোন তৎপরতা দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, জামাত-শিবিরের বিরুদ্ধে সারা দেশে জনমত গড়ে তোলা হবে৷ জামাত-শিবিরকে নিষিদ্ধ করার যে দাবি সংসদে উঠেছে তা কার্যকর করার ইঙ্গিতও দেন তিনি৷

ওদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে৷ বৃহস্পতিবার আরো ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ গ্রেপ্তার অভিযানের সময় চাপাই নবাবগঞ্জে গোলাগুলিতে শিবির নেতা শাহীন নিহত হয়েছেন৷

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন৷ তিনি বলেছেন, জামাত-শিবির ৭১এর মত হত্যাযজ্ঞে নেমেছে৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক