1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাবি'তে দিনের আলোয় আলোকচিত্রী ও তরুণী প্রহৃত

৭ নভেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরপাড় এলাকায় এক আলোকচিত্রী ও তাঁর দুই ভাগনি প্রহৃত হয়েছেন৷ শাহবাগ থানায় মামলা হয়েছে৷ ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি৷

https://p.dw.com/p/1DiZc
Syrien Folter Mißbrauch Symbolbild MIT BEDACHT VERWENDEN
প্রতীকী ছবিছবি: JAMES LAWLER DUGGAN/AFP/GettyImages

বুধবার বিকেলে দুই ভাগনিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে যান বাংলাদেশের এক বেসরকারি আলোকচিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষক ইমতিয়াজ আলম বেগ৷ শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে বসে ভাগনিদের সঙ্গে গল্প করার সময় চার তরুণ এসে তাঁদের পরিচয় জানতে চায়৷ বিশ্ববিদ্যালয়ের কেউ নন- জানতে পেরেই তরুণরা ইমতিয়াজ আলম বেগকে প্রহার শুরু করে৷ বাধা দিতে যাওয়ায় তরুণীরাও প্রহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ দৈনিক প্রথম আলোকে ইমতিয়াজ আলম বেগের স্বজনরা জানিয়েছেন, প্রহারের শিকার হওয়া দুই তরুণীর একজন ক্যানাডাপ্রবাসী, অন্যজন মানবাধিকার কর্মী৷ প্রথম আলোর প্রতিবেদনে প্রহারকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী বলেও দাবি করা হয়৷

Symbolbild Menschenhandel Zwangsprostitution
বিশ্ববিদ্যালয়ের কেউ নন- জানতে পেরেই সন্ত্রাসীরা প্রহার শুরু করে (প্রতীকী ছবি)ছবি: Fotolia/Yuri Arcurs

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদনে প্রহারকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি ‘আমিনুল ইসলামের অনুসারী' বলে উল্লেখ করা হয়েছে৷ ঘটনাটি সম্পর্কে প্রশ্ন করায় আমিনুল ইসলাম বিডিনিউজকে জানান, হামলায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে৷ তাদের পেলে আইনের হাতে সোপর্দ করা হবে৷ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও বলেছেন, জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে লাঞ্ছিত, প্রহৃত হওয়ার অভিযোগ আগেও অনেকবার উঠেছে৷ ১৯৯৯ সালে টিএসসিতে ‘থার্টি ফার্স্ট নাইট' উদযাপন করতে গিয়ে শত লোকের উপস্থিতিতে লাঞ্ছিত হয়েছিলেন কানিজ আক্তার বাধন৷ মামলাও করেছিলেন৷ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছিল ডিবি পুলিশ৷ তদন্ত শেষে তিন জনকে আসামি ও ২৪ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট দাখিল করা হয়৷ কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্তরা বেকসুর খালাস পেয়ে যায়

এসিবি/জেডএইচ (প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)