1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তদন্ত সেল গঠন করছে মানবাধিকার কমিশন

২২ ডিসেম্বর ২০১০

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিজ উদ্যোগেই তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন৷ এজন্য একটি তদন্ত সেল গঠন করা হচ্ছে৷

https://p.dw.com/p/zo9J
Police, Bangladesh, torture, human rights, cell, investigation, Dhaka, Mizanur, Rahman, তদন্ত, সেল, মানবাধিকার, কমিশন, বাংলাদেশ, ঢাকা, পুলিশ, নিরাপত্তা
‘‘মানবাধিকার লঙ্ঘনের বেশি অভিযোগ আসছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে৷’’ছবি: DW

মানবাধিকার কমিশনে যেসব অভিযোগ আসে তা কমিশন গ্রহণ করলেও তদন্তের দায়িত্ব দেওয়া হয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়কে৷ কিন্তু কমিশন ওইসব তদন্তে সন্তুষ্ট হতে পারছে না৷ অনেক ক্ষেত্রেই তদন্ত ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত সময়ে তদন্ত শেষ হয় না৷ তাই কমিশন নিজেদের উদ্যোগেই বিভিন্ন অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে৷ আর কমিশনের এই নিজস্ব তদন্তে আইনগত কোন বাধা নেই৷ যা ডয়চে ভেলেকে জানান কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷

তিনি বলেন, কমিশনে একজন পরিচালকের নেতৃত্বে একটি তদন্ত সেল শুধুমাত্র অভিযোগ তদন্তের কাজেই নিয়োজিত থাকবে৷ এজন্য ২৮ জন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে৷ কমিশনের তদন্তে সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে, থাকবে সুশীল সমাজের প্রতিনিধি৷ কিন্তু তদন্ত পরিচালিত হবে কমিশনের নেতৃত্বে৷ আর এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে৷ যতে মানুষ জানতে পারে প্রকৃত অবস্থা৷

কমিশনে এখন প্রায়ই প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসছে৷ কমিশন সব অভিযোগেরই তদন্তের ব্যবস্থা করে ফলাফল জানিয়ে দেয় অভিযোগকারীকে৷ কমিশন চেয়ারম্যান জানান, অধিকাংশ অভিযোগই আসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান