1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তদারকি সরকার এবং দুই নেত্রীর বিদেশ সফর

১৮ মে ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন সুপ্রিম কোর্ট, তাহলে পরবর্তী নির্বাচন কার অধীনে? রয়েছে প্রধানমন্ত্রী’র সুইজারল্যান্ড সফরের খবর আর বিরোধী নেত্রীর ব্রিটেন সফর নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/11IaW
Sheikh Hasina headshot, as Bangladesh main opposition leader and former Prime Minister, Bangladesh Nationalist Party, or BNP, Chairperson Khaleda Zia gestures at a press conference in Dhaka, Bangladesh, Tuesday Oct. 2, 2001. Former Prime Minister Khaleda Zia's coalition, which includes three Islamic fundamentalist parties, appeared headed for a landslide win in Bangladesh's parliamentary elections, according to unofficial vote counts Tuesday. (AP Photo/Amit Bhargava)
ফাইল ফটোছবি: AP/DW

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে প্রধান শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে হবে, ভবিষ্যতই বলে দেবে'৷ বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন একথা৷ এছাড়া আগামী নির্বাচন কার আওতায় আয়োজন করা হবে, তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে৷ দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, ‘আগামী নির্বাচন কার অধীনে, সরকারের ভেতর নানা চিন্তা'৷ দিনকয়েক আগে, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন৷ কিন্তু বর্তমান সরকারের নীতিনির্ধারকদের একাংশ মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আরো দু-একটি নির্বাচন তদারকি সরকারের ব্যবস্থাপনায় আয়োজন করা যেতে পারে৷ সুপ্রিম কোর্টও এসংক্রান্ত পর্যবেক্ষণ দিয়েছেন৷ দৈনিক যুগান্তরও এই বিষয়টিকে মূল শিরোনামে তুলে এনেছে৷ পত্রিকাটি লিখেছে, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আর থাকছে না'৷

শেখ হাসিনা'র জেনেভা সফর

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৪তম অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়েছেন৷ হাসিনা বলেছেন, ‘‘আমরা স্বাস্থ্য ব্যবস্থা এবং এ সংক্রান্ত সংস্থা যেমন ডব্লিউএইচও'র সংস্কারের কথা বলি৷ সেক্ষেত্রে আমাদের অবশ্যই এ ধরনের গুরুত্বপূর্ণ সংস্থার সামর্থ্য কীভাবে আরো বাড়ানো যায়- সে বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিতে হবে''৷

লন্ডনে খালেদা জিয়া

যুক্তরাজ্যের লেবার পার্টি এবং বিরোধী দলীয় নেতা এড মিলিব্যান্ডের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন খালেদা জিয়া৷ এই বিষয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘সরকারের ছত্রছায়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ'৷ খালেদা জিয়া ব্রিটিশ বিরোধী নেতাকে জানান, সরকারের ছত্রছায়ায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অহরহ ঘটনা ঘটছে৷ বুধবারও একাধিক ব্রিটিশ সাংসদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়