1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ডেমি মুর

৭ নভেম্বর ২০১৩

স্বামী অ্যাস্টন কুচারের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর সম্প্রতি ভারত সফরে গেছেন হলিউড অভিনেত্রী ডেমি মুর৷ সেখানে ধর্মগুরু দলাই লামার সঙ্গে একটি আধ্যাত্মিক সম্মেলনেও অংশ নিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/1AD5O
Ex-'Engel' Madison Lee (Demi Moore) nimmt im neuen Kinofilm "Drei Engel für Charlie - Volle Power" ihre Nahkampfposition ein (Szenenfoto). Seit ihrem Comeback in der Actionkomödie, die am 10. Juli 2003 in den deutschen Kinos anläuft, wird die 40-jährige Exfrau von Bruce Willis mit Filmangeboten nur so bombardiert. Moore, Hollywood-Star der achtziger Jahre, hatte ihre Karriere zuvor mehrere Jahre auf Eis gelegt. Sie denke nun über fünf Angebote nach, sagte Moores Agent laut dem Internetdienst imdb.com vom 4. Juli 2003. Die Schauspielerin habe drei Thriller, ein Familiendrama und ein Drama mit komischen Elementen angeboten bekommen. Am liebsten würde sie in einer romantischen Komödie mitspielen, aber nur wenn der Film wirklich gut ist, so der Agent.
ছবি: picture-alliance/dpa

‘গোস্ট', ‘ইনডিসেন্ট প্রপোজাল', ‘ডিসক্লোজার' – জনপ্রিয় এই চলচ্চিত্রগুলো যারা দেখেছেন তাদের কাছে ডেমি মুরকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই৷ জনপ্রিয় এই হলিউড তারকা এখন ঝুঁকেছেন আধ্যাত্মিকতায়৷

বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া'র বরাত দিয়ে ডিপিএ জানিয়েছে, সম্প্রতি অধ্যাত্মবাদ সম্পর্কে জানতে ভারতে গিয়েছিলেন হলিউডের এই জনপ্রিয় তারকা৷ চলতি সপ্তাহের প্রথম দিকে হিমাচল প্রদেশের এক তীর্থে যান তিনি৷ এরপর তিব্বতীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনাকেন্দ্র ধর্মশালায় যান৷ সেখানে ধর্মগুরু দলাই লামার সঙ্গে একটি আধ্যাত্মিক সম্মেলনে যোগ দেন৷ ‘দ্য মাইন্ড অ্যান্ড লাইফ' নামে ঐ সম্মেলনের সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা৷

সেখানে মুর অধ্যাত্মবাদ সম্পর্কে কথা বলেন এবং ধর্মশালা পরিদর্শনের সময় বুদ্ধ সন্ন্যাসীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন দেখে আকৃষ্ট হন৷ একটি সূত্র জানিয়েছে, সন্ন্যাসীদের সাথে জীবনের নানা জটিল দিক নিয়ে আলোচনা করেন তিনি৷ এমনকি বৌদ্ধ সন্ন্যাসীরা কেন মাথা মুড়ান এবং জীবনে সেটার কি প্রভাব তাও জানতে চান মুর৷ পরে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, এই বিশেষ সফর থেকে তিনি অনেক কিছু শিখেছেন৷ ভবিষ্যতে অমৃতসরের গোল্ডেন টেম্পলে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন ডেমি মুর৷

কয়েকদিন আগেই স্বামী অ্যাস্টন কুচারের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে ডেমি মুরের৷ ২০১১ সালে আলাদা হলেও আইনিভাবে তা চূড়ান্ত হয় এ বছর৷ ৫১ বছর বয়সি এ অভিনেত্রী মোট তিনটি বিয়ে করেছেন৷

এপিবি/জেডএইচ (ডিপিএ/এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য