1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তবুও বিশ্বকাপে টুইটার

১১ জুন ২০১০

বিশ্বকাপ বলে কথা৷ খেলোয়াড়দের মনোযোগের যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য অনেক দেশই তাদের খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ করেছে টুইটার৷ কিন্ত তাতে সামাজিক এ যোগাযোগ নেটওয়ার্কের কী আসে যায়৷ তারা চলছে তাদের মতোই৷

https://p.dw.com/p/NoB5
টুইটারছবি: twitter.com

বিশ্বকাপ জ্বরে টুইটার ভক্তরা যে আক্রান্ত হবে না, তা কী হয়? তাদের কথা মাথায় রেখেই বিশেষ একটি সাইট চালু করেছে টুইটার৷ ‘ওয়ার্ল্ডকাপ' শিরোনামের এ সাইটে পাওয়া যাবে বিশ্বকাপের সর্বশেষ খবরাখবর৷ থাকবে খেলোয়াড়দের বিভিন্ন কথা-বার্তা, বিভিন্ন দলের খবরসহ নানান কিছু৷

টুইটারের প্রতিষ্ঠাতাদের অন্যতম বিজ স্টোন তাঁর ব্লগে লিখেছেন, ‘বিশ্বকাপের জন্যই নতুন সাইটটি চালু করেছি আমরা৷'

টুইটার ভক্তরা এখন এ মাইক্রোব্লগ সাইটটি খুললেই দেখতে পাবেন নতুন পাতার লিঙ্কটি৷ আর তাতে ক্লিক করলেই টুইটসহ পেয়ে যাবেন খেলার ফিকচার৷ আর তা ধরে চালিয়ে যেতে পারেন লেখালেখি৷ নিয়মিত টুইটের বাইরে আলাদা করেও চালিয়ে যাওয়া যাবে বিশ্বকাপ নিয়ে লেখালেখি৷

২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগের অন্য সাইটগুলোর মতোই জনপ্রিয় হয়ে ওঠে টুইটার৷ এখানে মূলত মেসেজ আদান-প্রদানই চলে৷

নেদারল্যান্ডস এবং স্পেনসহ কয়েকটি দল খেলোয়াড়দের জন্য টুইটার নিষিদ্ধ করলেও খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার যুক্ত হয়েছেন টুইটারে৷ টুইটারে নিজের একাউন্টের ৩ হাজার অনুসারীও জুটিয়ে নিয়েছেন তিনি৷ আর উদ্বোধনী অনুষ্ঠানের পরই ফুটবল নিয়ে তার চিন্তা-ভাবনা টুইটারে মেলে ধরবেন তিনি৷ সে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এখন ক্রীড়ামোদী টুইটারদের৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার