1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীর জন্মদিনের চুরি করা নিমন্ত্রণ, সাড়া দু’লাখ

১৫ মার্চ ২০১১

এক ফেসবুক কন্যার জন্মদিন৷ তার আবার ঢালাও নিমন্ত্রণ৷ অবস্থা এমন যে, একেবারে লাখ দু’য়েক তরুণ-তরুণী হাজির হতে চাচ্ছিল সেই জন্মদিনে৷ অতিথির জোয়ারের কারণে উৎসবই অবশ্য বাতিল হয়ে গেছে৷

https://p.dw.com/p/10ZAR
ফাইল ফটোছবি: dpa

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর এই ঘটনার সঙ্গে অবশ্য জড়িত অন্য কেউ৷ মানে, তরুণীটি নিজে এতজনকে দাওয়াত করেনি৷ বরং ফেসবুকে অল্প কয়েকজনকে জন্মদিনের উৎসবে নিমন্ত্রণ জানিয়েছিল সে৷ একপর্যায়ে অতিথির সংখ্যা বাড়তে থাকলে নিমন্ত্রণটি বন্ধও করে দেয় সেই তরুণী৷

কিন্তু সেই নিমন্ত্রণটি অন্য এক তরুণ নতুন করে ফেসবুকে প্রকাশ করে৷ সঙ্গে জুড়ে দেয়, তরুণীর নাম ঠিকানা, ফোন নাম্বার৷ ব্যস, এরপর গণহারে আসতে থাকতে পার্টিতে যোগ দেওয়ার নিশ্চয়তা৷

ইতিমধ্যে অবশ্য নিউ সাউথ ওয়েলস এর পুলিশ পাকড়াও করেছে সেই তরুণকে, যে কিনা তরুণীর জন্মদিনের নিমন্ত্রণ চারদিকে ছড়াচ্ছিল৷ বেশ কৌশলেই পুলিশ এই তরুণকে খুঁজে পায়৷ তবে, আটক তরুণ কিংবা ভুক্তভোগী তরুণী কারোরই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার পুলিশ৷ এই ঘটনার পর অভিভাবকদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সেখানকার এক পুলিশ কর্মকর্তা৷ বিশেষ করে তরুণ-তরুণীরা ফেসবুকে কি করছে, তার দিকে নজর রাখা উচিত অভিভাবকদের৷

এদিকে, জন্মদিনের উৎসব বাতিল করেছে সেই তরুণী৷ শুধু তাই নয়, ফেসবুক থেকেও সরে যাচ্ছে সে৷

উল্লেখ্য, ফেসবুকে জন্মদিনের দাওয়াত নিয়ে এমন বিপত্তি নতুন নয়৷ এর আগে ইংল্যান্ডে তরুণী রেবেকা জ্যাবিলু্উ'র জন্মদিনের দাওয়াত কবুল করেছিল ২১ হাজার ফেসবুক ব্যবহারকারী৷ অথচ সে সাকুল্যে ১৫ জনকে জন্মদিনের পার্টিতে ডাকতে চেয়েছিল৷ সেই পার্টিও অবশ্য বাতিল হয় এবং গত বছর পার্টির দিন পুলিশ পাহারা বসেছিল রেবেকার বাড়ির সামনে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য