1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণ দলকে জার্মানির কুর্নিশ

২৮ জুন ২০১০

গোটা জার্মানি জুড়ে আজ একটাই খবর৷ আর তা হল জার্মানির তরুণ দলের কাছে ইংল্যান্ড টিমের অভিজ্ঞ খেলোয়াড়দের শোচনীয় পরাজয়৷

https://p.dw.com/p/O4tb
উচ্ছ্বাসে ফেটে পড়েছে জার্মানিছবি: AP

জার্মানির ছেলেরা যেন হাসতে হাসতে গোল করল রোববার দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ খেলায়৷ ৪:১ গোলে ইংল্যান্ডের গলায় পরাজয়ের মালা বেঁধে ঘরে ফেরত পাঠিয়ে দিল৷ জার্মান দলের প্রায় এই আকাশ ছোঁয়া সাফল্যের আনন্দে গোটা দেশ মাতোয়ারা৷ তার রেশ এখনও ম্লান হয়নি মোটেও৷ দেশের পত্রপত্রিকা কোচ ল্যোভ-এর নেতৃত্বে গড়ে ওঠা এই জাতীয় দলের তরুণ খেলোয়াড়দের সুবিন্যস্ত, অতি দ্রুত, প্রখর বুদ্ধিসম্পন্ন খেলার ভূয়সী প্রশংসা করেছে৷

জার্মানির সর্বাধিক বিক্রিত ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড' সোমবার অভিবাদন জানিয়ে তার প্রথম পাতার শিরোনাম দিয়েছে: ‘‘ইউংস্ - উই লাভ ইউ৷'' অর্থাৎ কিনা ‘‘বয়েজ, উই লাভ ইউ৷'' বিল্ড চলতি প্রথার বাইরে গিয়ে ইংরেজি ব্যবহার করেছে৷ বায়ার্ন মিউনিখের তরুণ খেলোয়াড় টোমাস ম্যুলারের করা দু'দুটি গোলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বিল্ড লিখেছে, ম্যুলারের আঘাতে ইংল্যান্ড ধরাশায়ী৷ বিল্ড-এর আরও মন্তব্য: ‘‘ ফুটবল দেবতা, তোমায় ধন্যবাদ৷''

বার্লিনার কুরিয়ার পত্রিকা বেছে নিয়েছে একটি ইংরেজি শব্দ: ‘ইয়েস''৷ ১৯৬৬ সালের বিশ্বকাপে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে জার্মানির পরাজয়ের অনুষঙ্গ তুলে একই সঙ্গে যোগ করেছে: ‘‘এ হল ওয়েম্বলির প্রতিশোধ৷''

মিউনিখের স্যুদ ডয়চে সাইটুং কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে লিখেছে: ‘‘সরি, ইংল্যান্ড৷''

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন