1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব উষ্ণায়নের প্রভাব

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৯ জুন ২০১৩

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তলিয়ে যাবে ভারতীয় উপমহাদেশের ১৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ আর ৬ মিটার বাড়লে বিলীন হয়ে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ কিলোমিটার উপকূলবর্তী এলাকা, জানাচ্ছে একটি সমীক্ষা৷

https://p.dw.com/p/18rnT
A man rows a country boat past partially submerged houses in Burhabrhi village about 65 kilometers (41 miles) east of Gauhati, Assam state, India, Monday, Sept. 24, 2012.The Assam state government said flood waters there have killed at least seven people and forced nearly a million to leave their homes. Flash floods and landslides triggered by heavy rains have killed at least 30 people in India's remote northeast over the last three days, officials and news reports said Monday. (Foto:Anupam Nath/AP/dapd)
ছবি: AP

গ্রিন হাউসের প্রভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন৷ এর প্রত্যক্ষ প্রভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে৷ এই জলস্তর বাড়ার মাত্রা যদি এক মিটারের মতো হয়, তাহলে ভারতীয় উপ-মহাদেশের উপকূলবর্তী প্রায় ১৪ হাজার বর্গকিলোমিটার এলাকা সমুদ্রের জলে ডুবে যাবার আশঙ্কা রয়েছে৷ ড. এম. জাফরুল ইসলামের নেতৃত্বে একদল পরিবেশ বিজ্ঞানীদের বিশেষ সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে একথা৷ এজন্য তাঁরা দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে৷

সমুদ্রের জলস্তর যদি বেড়ে যায় ছয় মিটারের মতো, তাহলে ডুবে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ সমুদ্রের জলস্তর বেড়ে যাবার কারণ সমুদ্রের তাপমাত্রা বাড়া, হিমবাহের বরফ গলা এবং বরফের ধস নামা৷ রিপোর্টে সতর্ক করে দেয়া হয়েছে যে, এক মিটার জলস্তর বাড়লে ভারতের ৪৮টি ইকো-অঞ্চলের মধ্যে বিপন্ন হবে ১৮টি৷ যার মধ্যে থাকছে কৃষ্ণা-গোদাবরি বাদাবনের এক-চতুর্থাংশ৷ হারিয়ে যাবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা সুন্দরবনের অর্ধেক এবং গুজরাটের নোনা জলের রান অব কচ্ছের অর্ধেক৷ জলস্তর যদি ছয় মিটার বাড়ে তবে ডুবে যাবার আশঙ্কা থাকবে ২৭টি ইকো-অঞ্চলের৷

A boy sits on a raft made from banana trees outside his flooded house on the outskirts of Guwahati in the northeastern Indian state of Assam September 25, 2012. Floods and landslides caused by relentless rain in northeast India have killed at least 33 people and displaced more than a million over the past week, officials said on Monday. REUTERS/Utpal Baruah (INDIA - Tags: DISASTER ENVIRONMENT)
আসামে বন্যা...ছবি: Reuters

সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তার ক্ষয়ক্ষতির পরিমাণ এখানেই থেমে থাকেনি৷ ডুবে যাবে সাতটি সংরক্ষিত এলাকা৷ যার মধ্যে আছে, ওড়িষার ভিতর কণিকা, চিল্কা লেক, পয়েন্ট কয়ালিমেয়ার দ্বীপ, ইন্টারভিউ দ্বীপ, লোথিয়ান দ্বীপ এবং পশ্চিমবঙ্গের সজনেখালি৷ এই বিপর্যয়ে হারিয়ে যাবে সেই সব শত শত বিরল প্রজাতির উদ্ভিদ যারা বেঁচে থাকে নীচু উপকূলের ইকো-সিস্টেমের ওপর৷ বিপন্ন হয়ে পড়বে বঙ্গোপসাগর এবং আরব সাগর উপকূল এলাকার সংরক্ষিত এবং অসংরক্ষিত জৈব বৈচিত্র্য৷

সমুদ্রের জলস্তর বাড়তে থাকলে যেসব দেশের বিপদ সবথেকে বেশি, তার শীর্ষে আছে ভৌগলিক দিক থেকে নীচু ভূখণ্ড বাংলাদেশ৷ সবথেকে ঝুঁকির মুখে ঢাকা শহর৷ বিশ্ব ব্যাংকের মতে, জলস্তর ১৪ সেন্টিমিটার বাড়লে দু'কোটি মানুষ বিপদাপন্ন হবে যারা বাস করে ৭০০ কিলোমিটার দীর্ঘ নীচু উপকূল এলাকায়৷ জলবায়ু পরিবর্তনের অভিঘাত রুখতে বাংলাদেশ সরকার ৪৭ কোটি ডলারের দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে, যার একটি উপকূলবর্তী এলাকায় ঘন বনভূমি গড়ে তোলা৷

বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ, জীবাশ্ম জ্বালানি পোড়ালে উৎপন্ন হয় কার্বন-ডাই-অক্সাইড, তা থেকে গ্রিন হাউস গ্যাস৷ গ্রিন হাউস গ্যাসে বেড়ে যায় ভূপৃষ্ঠের তাপমাত্রা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য