1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাঁরা বলিউডের শীর্ষ করদাতা

১৯ সেপ্টেম্বর ২০১০

ফেলো কড়ি, মাখো তেল... এই প্রবাদবাক্যটিকে অনেকেই হয়তো নেতিবাচক কিংবা রসাত্মক অর্থে ব্যবহার করতে পারেন৷ রাষ্ট্রের বেলায় এই প্রবাদবাক্যটি খুবই ইতিবাচক৷ যারা সরকারি কর দেবেন, তাঁরা রাষ্ট্রীয় সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক৷

https://p.dw.com/p/PG1D
অভিনেত্রীদের মধ্যে কর দিয়ে শীর্ষে ক্যাটরিনা কাইফছবি: AP

বলিউড বাদশাহ শাহরুখ খান এই প্রবাদ বাক্যটি খুব মানেন৷ কারণ তিনি মনে করেন, নিজের অর্জিত আয় থেকে রাষ্ট্রকে যতোটা দেয়া দরকার নিয়ম করে তা তিনি দিয়ে যাবেন৷ আর তাই হয়তো ২০১০-২০১১ অর্থ বছরের দ্বিতীয় দফায় বলিউডের অভিনেতা- অভিনেত্রীদের মধ্যে তিনিই সর্বোচ্চ কর দিয়েছেন বলে খবর বেরিয়েছে৷ এই সময়ে তিনি ৫ কোটি রুপি কর দিয়েছেন৷ গত বছরের একই সময়ের তুলনায় দেড় কোটি রুপি বেশি৷

কর দেয়া নিজের নাগরিক অধিকার৷ আর এই কথাটিই স্মরণে রেখেছেন তাঁরা৷ তাঁরা বলছি এই কারণে যে কড়ায় গন্ডায় হিসাবনিকাশ করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদানকারীর তালিকাটা একেবারে ছোট নয়!

Berlinale 2010 Shah Rukh Khan
কর দিয়ে শীর্ষে শাহরুখছবি: picture-alliance/ dpa

এই দৌঁড়ে এবার দ্বিতীয় সর্বোচ্চ করদাতার তালিকায় আছেন অক্ষয় কুমার৷ অবশ্য এক কাঠি সরেস 'বলিউডের খিলারি'৷ নিজের করের একটা বড় অংশ গত মার্চ মাসেই পরিশোধ করে, আগাম করদাতার সুযোগ সুবিধাগুলো ভোগ করতে শুরু করেছেন৷

গত বছরের চেয়ে ৫০ লাখ রুপি বেশি দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আমির খান৷ তিনি কর দিয়েছেন চার কোটি রুপি৷

আড়াই কোটি রুপি দিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন বলিউডের 'ছোটে নবাব'সাইফ আলী খান ও 'হার্টথ্রব' রণবির কাপুর৷ আর ২ কোটি রুপি দিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন সালমান খান৷ অবশ্য রোজগারপাতি খুব ভালো নয় বলে গত দফার চেয়ে এবার ৫০ লাখ রুপি কম দিয়েছেন৷

অন্যদিকে, অভিনেত্রীদের মধ্যে কর দিয়ে শীর্ষে আছেন ক্যাটরিনা কাইফ৷ পরিশোধ করেছেন ১ কোটি ৩০ লাখ রুপি৷ এরপর ১ কোটি রুপি দিয়ে তার পরেই অবস্থান কারিনা কাপুরের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম