1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারেক রহমান এখন অনেকটাই সুস্থ

৪ সেপ্টেম্বর ২০১০

লন্ডনে তারেক রহমান এখন অনেকটাই সুস্থ৷ দেশে ফিরে বিএপির নেতৃত্ব দিতে মানসিকভাবে তার সব প্রস্তুতিই রয়েছে৷ ডয়চে ভেলেকে একথা জানিয়েছেন তারেক জিয়ার আইনজীবী এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আযম খান৷

https://p.dw.com/p/P45z
২০০৭ সালে কোর্টে যাওয়ার পথে তারেক রহমানছবি: AP

খান বলেন দেশে না থাকলেও দলের শীর্ষ পর্যায়ের এই নেতা নীতি নির্ধারণসহ অনেক বিষয়েই ফোনে কথা বলেন চেয়ারপার্সনের সঙ্গে৷

তারেক রহমান জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান ২০০৮ সালের সেপ্টেম্বরে৷ এখন তিনি সেখানেই আছেন৷ আর লন্ডনে থাকতেই বিগত ডিসেম্বরে বিএনপি'র কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি৷

তারেক রহমান এখন অনেকটাই সুস্থ দাবী করে আহমেদ আযম খান বলেন, দলের নেতৃত্ব দিতে দেশে ফেরার সব প্রস্তুতিই রয়েছে তাঁর৷ তিনি জানান, দলের নীতি নির্ধারকদের একজন তারেক রহমান লন্ডনে থাকলেও দলের নীতি নির্ধারণে চেয়ারপার্সনের সঙ্গে তিনি নিয়মিত টেলিফোনে কথা বলেন৷

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে৷ অবশ্য সব মামলাতেই তিনি জামিনে আছেন৷ আহমেদ আযম খান বলেন, মামলাকে ভয় পান না তারেক রহমান৷ মামলার ভয় থাকলে তিনি রাজনীতি করতেন না৷ দেশে ফিরে তিনি আইনগতভাবে মামলার মোকাবেলা করবেন৷

প্রতিবেদনঃ হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী