1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তুতি শুরু করলেন কার্জাই

৭ অক্টোবর ২০১০

ঠিক ৯ বছর আগে আজকের দিনে মার্কিন বাহিনী আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করেছিল৷ আফগান প্রেসিডেন্ট কার্জাই আজকের দিনটিকেই তালেবান বিদ্রোহীদের সঙ্গে সংলাপের আনুষ্ঠানিক সূচনার জন্য বেছে নিলেন৷

https://p.dw.com/p/PYMC
হামিদ কার্জাইছবি: AP

প্রেসিডেন্ট হামিদ কার্জাই আজ শান্তি পরিষদের উদ্বোধন করেন, যার কাজ হবে তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তুতি চালানো৷ এই পরিষদের ৬৮ জন সদস্যকে কার্জাই নিজে বাছাই করেছেন৷ প্রেসিডেন্টের প্রাসাদে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কার্জাই বলেন, দেশের প্রত্যেক প্রদেশ, জেলা ও গ্রাম এই পরিষদের কাছ থেকে অগ্রগতির আশা করছে৷ পরিষদের কাজে সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘আপনাদের সাফল্য কামনা করে আমার আশা, দেশে শান্তি ও স্থিতিশীলতার স্বপ্ন বাস্তব হবে৷ উল্লেখ্য, গত জুন মাসে আয়োজিত শান্তি জির্গায় এই পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷

Flash-Galerie Stimmung in Afghanistan
তালেবান অবশ্য এই পদক্ষেপ নিয়ে আদৌ উৎসাহিত নয় (ফাইল ফটো)ছবি: picture alliance/landov

তালেবান অবশ্য এই পদক্ষেপ নিয়ে আদৌ উৎসাহিত নয়৷ তারা এখনো সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে৷ দেশ থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহার না করলে তারা কোনোরকম আলোচনায় না বসার সিদ্ধান্তে অটল রয়েছে৷ তা সত্ত্বেও কার্জাই তালেবানের উদ্দেশ্যে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান৷

আজই তালেবানের এক বিবৃতি অনুযায়ী দেশের প্রায় ৭৫ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে৷ জিহাদ ও মার্কিন বাহিনী ও তাদের জোটসঙ্গীদের বিরুদ্ধে প্রতিরোধ সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে – বলছে তালেবান৷ ৭৫ শতাংশ না হলেও দেশের একটা বড় অংশ যে কার্যত তাদের নিয়ন্ত্রণে, এবিষয়ে কোনো সন্দেহ নেই৷ এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্তে তালেবানকে মদদ দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই৷ তাছাড়া নিরীহ মানুষের উপর আরো হামলা চালাতেও নাকি বিদ্রোহীদের উৎসাহ দিচ্ছে আইএসআই৷ এই ‘নির্দেশ' না মানলে বিদ্রোহীদের গ্রেপ্তারের হুমকি দিচ্ছে আইএসআই, দাবি করছে ওয়াল স্ট্রিট জার্নাল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য