1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তালেবানের হুমকিকে ভয় পায় না বাংলাদেশ’

২ অক্টোবর ২০১০

আফগানিস্তানে সেনা পাঠানোর ব্যাপারে তালেবানের হুমকিকে ভয় পায় না বাংলাদেশ৷ একথা জানিয়ে স্বারাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এবিষয়ে সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে৷ কোন চাপ দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করা যাবেনা৷

https://p.dw.com/p/PSfB
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

আফগানিস্তানে সেনা না পাঠাতে বাংলাদেশকে তালেবান হুমকি দেয় কয়েকদিন আগে৷ মার্কিন বিশেষ দূত রিচার্ড হল ব্রুক নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিকে আফগানিস্তানে সেনা পঠানোর অনুরোধ জানানোর পর পরই ওই হুমকি দেওয়া হয় তালেবান ওয়েব সাইটে৷ যাতে বলা হয়েছে আফগানিস্তানে সেনা পঠানোর মত একটি ঐতিহাসিক ভুল বাংলাদেশের নেতৃত্ব করবেনা বলেই তালেবান আশা করে৷

তালেবানের এই হুমকির জবাব দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন৷ তিনি বলেছেন তালেবানের হুমকিকে ভয় পায়না বাংলাদেশ৷ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ওই ধরনের হুমকির জবাব দেওয়ার সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বাংলাদেশের৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে জাতি ৯ মাসের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে তাদের হুমকি দিয়ে লাভ নেই৷ আফগানিস্তানে সেনা পঠানোর ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে সরকার৷ আর ওই সিদ্ধান্ত কোন চাপের মুখে পরিবর্তিত হবেনা৷

স্বারাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানে সেনা পঠানোর মার্কিন প্রস্তাব নিয়ে সরকার এখনো কোন আনুষ্ঠানিক আলোচনা করেনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়