1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবান-আফগান আলোচনা মধ্যস্থতায় পাকিস্তান প্রস্তুত: কুরেশি

১৫ অক্টোবর ২০১০

আফগানিস্তান বিষয়ে তালিবান এবং সে’দেশের সরকারের শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে পাকিস্তান সহায়তা করবে৷ বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসে এই শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এমন মন্তব্যই করেছেন৷

https://p.dw.com/p/Pemr
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিছবি: Abdul Sabooh

উল্লেখ্য, দীর্ঘকাল আফগান ইস্যুতে পাকিস্তান একধরণের নেতিবাচক ভূমিকাই পালন করে এসেছে৷

জানা গেছে, ব্রাসেলসে পাকিস্তানের দূর্যোগ ত্রাণ বিষয়ক এক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কুরেশি বলেছেন, ‘আদতে শান্তি বা আপোষ সুরাহার বিষয়টি আফগানিস্তানেরই দায়িত্ব৷' তিনি জানান, ‘এই বিষয়টা তাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে৷ আমরা অবশ্যই প্রয়োজনীয় সহায়তা করবো৷'

মাহমুদ কুরেশি আরো বলেছেন, আফগানিস্তানে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সহায়তা করবো৷ আর এটা আমরা করছি পাকিস্তানের স্বার্থেই৷'

এদিকে জানা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তাঁর এবারের ব্রাসেলস সফরে যৌথভাবে আয়োজিত ‘ফ্রেন্ডস অফ ডেমোক্রেটিক পাকিস্তান' শীর্ষক দিনব্যাপী এক আলোচনা সভাতেও অংশ নিয়েছেন৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন৷

জানা গেছে, মাহমুদ কুরেশি ২৬ রাষ্ট্রের একটি আলোচনাতেও অংশ নিতে যাচ্ছেন৷ যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পদস্থ কর্মকর্তারা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড হলব্রুকও এই আলোচনায় অংশ নেবেন বলেই জানা গেছে৷

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনের সময়ে পাকিস্তান এর প্রধান সমর্থক হিসেবেই ভূমিকা পালন করেছিল৷ যা আফগানিস্তানে এক নেতিবাচক, উগ্র ধর্মান্ধতার জোয়ার সৃষ্টি করেছিল৷ আফগান এবং মার্কিন তরফের দীর্ঘদিনের সন্দেহ ছিল যে, পাকিস্তান, বিশেষ করে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থাটি আফগানিস্তানে তালেবান জঙ্গিদের মদদ দিতো৷

যদিও পাকিস্তান তা বরাবরই এই বলে অস্বীকার করে এসেছে যে, তারা জঙ্গি দমনে এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধে দৃঢ় সংকল্প৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক