1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিউনিসিয়ায় নতুন সরকারে পুরনো মুখ

১৮ জানুয়ারি ২০১১

অবশেষে নতুন সরকার গঠিত হলো তিউনিসিয়ায়৷ কিন্তু তাতে স্থান পেয়েছেন আগের সরকারের অনেক মন্ত্রী, যাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাস্তায়৷ তাই প্রশ্ন উঠেছে, নতুন সরকার কি পারবে তিউনিসিয়ায় শান্তি ফিরিয়ে আনতে?

https://p.dw.com/p/zyyN
প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুশিছবি: AP

সরকার গঠন

বিরোধী দলগুলো থেকে তিনজন আর সুশীল সমাজ থেকে আরও কয়েকজনকে মন্ত্রী বানানো হয়েছে৷ এছাড়া মন্ত্রীত্ব দেয়া হয়েছে একজন বিরুদ্ধবাদী ব্লগারকে যিনি কদিন আগেও জেল খেটেছেন৷ তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আগে যারা ছিলেন তারাই আছেন৷ অর্থাৎ পলাতক সাবেক প্রেসিডেন্ট বেন আলির আরসিডি দলের লোক তাঁরা৷ আর প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুশি-ওতো এই দলেরই লোক৷

সরকারের কাজ

সরকারের কাজ হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন করা৷ এছাড়া জনগণ সহ বিভিন্ন সংস্থা যেন আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতে পারে সেই চেষ্টা করবে এই সরকার৷ এমনটাই অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী গানুশি৷ এছাড়া সকল রাজনৈতিক বন্দিদেরও মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি৷

জনগণের প্রতিক্রিয়া

সাধারণ জনগণ মোটেই খুশি নয়৷ তারা বলছে, বেন আলির দলের লোক সরকারে থাকবে, এটা তারা চায় না৷ মোহাম্মদ মিশগিরি নামের এক সাধারণ তিউনিসিয়ান বলেছেন তিনি নতুন গঠিত এই সরকারকে বিশ্বাস করেন না৷ বিশেষ করে প্রধানমন্ত্রী গানুশি আর স্বরাষ্ট্রমন্ত্রী এখনো বহাল থাকায় হতাশ মিশগিরি৷ আর এ কারণেই ফ্রান্সে বাস করা মুন্সেফ মার্সৌখি নামের এক বিরুদ্ধবাদী, নতুন গঠিত সরকারকে আগের সরকারেরই ছদ্মবেশি রূপ বলে মন্তব্য করেছেন৷ আর কমিউনিস্ট পার্টি বলছে, পুরনো শাসন ব্যবস্থাটাই নতুন রূপে আবার ফিরে এসেছে৷ এক ব্রিটিশ মন্ত্রীও একই ধরণের মন্তব্য করেছেন৷ তিনি আরও সংস্কারের দাবি জানিয়েছেন৷ তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন৷

তিউনিসের সর্বশেষ

নতুন সরকার পছন্দ না হওয়ায় এখনো জায়গায় জাগয়ায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে৷ বেশিরভাগ দোকাটপাট, অফিস আদালত এখনো বন্ধ৷ অর্থাৎ থমকে রয়েছে দেশটির অর্থনীতি৷ সরকার বলছে, বিক্ষোভের কারণে এখন পর্যন্ত প্রায় ১৬০ কোটি ইউরো ক্ষতি হয়েছে৷ এছাড়া বিক্ষোভ চলাকালে এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম