‘‘তিনি পদত্যাগ মানে সামরিক শাসন কায়েম'' | পাঠক ভাবনা | DW | 28.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘তিনি পদত্যাগ মানে সামরিক শাসন কায়েম''

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ও রুহুল কবির রিজভীর এক মন্তব্য নিয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় মতামত জানিয়েছেন অনেক পাঠক৷ এদের অনেকে মনে করেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংকট নিরসন হতে পারে৷ বাকিরা বলছেন ভিন্ন কথা৷

‘‘ঢাকাকে বিচ্ছিন্ন করতে চায় বিরোধীরা'' শীর্ষক প্রতিবেদনের সঙ্গে ফেসবুকে প্রশ্ন রাখা হয়, ‘‘প্রিয় পাঠক, বিএনপি নেতা দুদু এবং রিজভী মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই আর সংকট থাকবে না৷ আপনারও কি তাই মনে হয়?''

এই প্রশ্নের উত্তরে এসএমএ হান্নান লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ তাই মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই সব সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি৷''

আরেক পাঠক রুহুল আমিন রুবেলের মতামত একইরকম৷ তিনি লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ তাই মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি৷'' আর রাজু আহমেদ লিখেছেন, ‘‘অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই আর সংকট থাকবে না৷''

এক্ষেত্রে ভিন্নমতও রয়েছে৷ ডয়চে ভেলের প্রশ্নের জবাবে শ্রী রঞ্জু দাস লিখেছেন, ‘‘না? তিনি পদত্যাগ করলে নির্বাচন ২০১৪'তেও হবে না? সেনার হাতে চলে যাবে৷ তখন সেই ১/১১'র চেয়ে আরও ভয়াবহ অবস্থা হবে বলে আমি মনে করি?'' আজিজুল ইসলাম লিখেছেন, ‘‘না, তিনি পদত্যাগ মানে সামরিক শাসন কায়েম৷'' আর সোহাগ ব্যাপারির মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী সরে গেলে বিশৃংখলা আরও বেশি হবে৷ ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে৷ প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে সব কিছুর সমাধান দিতে হবে৷''

ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পাতার অনুসারীর সংখ্যা প্রায় ১ লাখ আশি হাজার৷ জামাল জাফরান নামক এই পাতার এক অনুসারী মন্তব্য করেছেন, ‘‘বাংলদেশের রাজনীতিতে পরিবর্তনটা এবার না হলে আর হবে না৷ অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নিবার্চন হয় সেভাবেই হওয়া উচিত৷'' আর রিজভী এম আলিমুল মনে করেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও বর্তমান সংকট কাটবে না৷ তিনি লিখেছেন, ‘‘বিএনপি আবার নতুন বায়না ধরবে৷ বিএনপি কি চায় তা তারা নিজেরাই জানে না৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন