1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন অভিযুক্ত পাকিস্তানি খেলোয়াড় দেশে ফিরলেন শুক্রবার

১০ সেপ্টেম্বর ২০১০

দেশে ফিরলেন ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটার৷ আন্তর্জাতিক স্তরে ম্যাচ গড়াপেটা নিয়ে এদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও দেশে এই তিনজনের বিরুদ্ধে কোন অভিযোগ নেই৷ পুলিশ তাই তাদের বিরক্ত করবে না৷

https://p.dw.com/p/P95u
ক্রিকেটার মোহাম্মদ আসিফছবি: AP

ক্রিকেট দুনিয়ায় রীতিমত শোরগোল ফেলে দিয়েছে তিনটে নাম৷ সালমান বাট, মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমীর৷ পাকিস্তান ক্রিকেটের এই তিন তরুণ খেলোয়াড় এই মুহূর্তে যথেষ্ট কলঙ্কিত খেলার মাঠে জুয়াড়িদের ঢোকানো এবং তাদের কাছে টাকা নেওয়ার অভিযোগে৷ গত বেশ কিছুদিন ধরেই এই তিনজনকে নিয়ে বহু আলোচনা সমালোচনা চলছে৷ ব্রিটিশ পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা জেরা শুরু করেছেন তিনজনকে৷ বেরিয়ে এসেছে এবং আসছে বহু চাঞ্চল্যকর তথ্য৷

তথ্য উপাত্ত ঘটনার ঘনঘটা যতই ঘটুক, পাকিস্তানের ক্রিকেট মহল কিন্তু এই অভিযুক্ত ক্রিকেটারদের পাশে সবসময়েই রয়ে গেছে সেই প্রথম থেকে৷ যেমন শুক্রবার এই তিন ক্রিকেটার লন্ডন থেকে দেশে ফেরার সময়ে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়ে দিলেন, দেশে ফেরার পর এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোনরকম অভিযোগের মুখোমুখি হতে হবেনা৷ পাকিস্তানের পুলিশ ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে এদের বিরুদ্ধে কোনরকম মামলা এনেছে কিনা সাংবাদিকরা জানতে চান৷ তার উত্তরে ওই মুখপাত্র বলেন, তেমন তোন ঘটনাই ঘটেনি৷ এদের বিরুদ্ধে কোন মামলা দেশে নেই৷ সুতরাং পাকিস্তানের পুলিশ এদেরকে জেরা করার জন্য ডাকাডাকি করবে না বা কোনরকমের হয়রানির শিকার হবেন না এই তিন অভিযুক্ত৷ পাকিস্তানি ক্রিকেট বোর্ডের মুখপাত্রটি জানান, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গেও সম্পূর্ণ সহযোগিতা করেছে এই তিন অভিযুক্ত৷

Pakistan Cricket Manipulation
দেশে ফিরেছেন ক্রিকেটাররা (ফাইল ফটো)ছবি: AP

প্রথম তিন অভিযুক্ত ছাড়াও আরও ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গেছে আরও এক ক্রিকেটারের নাম৷ টেস্ট ক্রিকেটে সদ্য খেলতে নামা ওয়াহাব রিয়াজকে আগামী ১৪ সেপ্টেম্বর ম্যাচ গড়াপেটার তদন্তের স্বার্থেই জেরা করবে স্কটল্যান্ড ইয়ার্ড৷ পাকিস্তানি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট জানিয়েছেন, তদন্তের স্বার্থে স্কটল্যান্ড ইয়ার্ডকে পুরোপুরি সহযোগিতা করবে তাঁর খেলোয়াড়রা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম