1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন শব্দে আপনার ভালোবাসা প্রকাশ করুন

জাহিদুল হক১৭ অক্টোবর ২০১৪

প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসা বিষয়টি আছে৷ কেউ হয়ত ভালোবাসে অন্য কাউকে৷ কেউ বা খেতে বা ঘুমাতে ভালোবাসে৷ আর কেউ হয়ত সবসময় কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে৷ টুইটারে সে বিষয়টিই জানতে চেয়েছে মার্কিন একটি টিভি চ্যানেল৷

https://p.dw.com/p/1DWtg
Symbolbild Verliebtes Pärchen im Wald Blume
ছবি: Fotolia/TeresaYehPhotography

চ্যানেলটির নাম কমেডি সেন্ট্রাল৷ তাদের একটি অনুষ্ঠানের নাম মিডনাইট৷ সেখানে ‘মাইলাভলাইফইনথ্রিওয়ার্ডস’ নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে দর্শকদের মাত্র তিন শব্দে তাদের ভালোবাসার জীবন প্রকাশ করতে আহ্বান জানানো হয়৷

বিষয়টি যুক্তরাষ্ট্রে বেশ সাড়া ফেলে৷ ফলে হ্যাশট্যাগটি টুইটারে ‘ট্রেন্ডি' হয়ে ওঠে৷ সে দেশের আরেকটি টেলিভিশন চ্যানেল ই! এই হ্যাশট্যাগ পছন্দ করে টুইট করে৷

আলোচিত এই হ্যাশট্যাগের কয়েকটি ব্যবহার:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য