1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন সপ্তাহ পর ঘোষিত হলো কিরগিজ সংসদ নির্বাচনের ফলাফল

১ নভেম্বর ২০১০

কিরগিজস্তানে গত অক্টোবর মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে আজ৷ পদচ্যুত প্রেসিডেন্টের আস্থাভাজন আতা শুর্ট পার্টি এই নির্বাচনে বেশি আসন পেলেও, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷

https://p.dw.com/p/PvQr
ভোটের দিনের ছবি (ফাইল ফটো)ছবি: AP

গতমাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সোমবার প্রকাশিত এই ফলাফল বলে দিচ্ছে, নতুন এই সংসদে পাঁচটি দল সংসদের প্রতিনিধিত্ব করবে৷ সংখ্যানুপাতে এই সংসদে পাঁচটি দলের মধ্যে যথাক্রমে আতা শুর্ট পার্টির কাছে ৮.৪৭ ভাগ, সোশাল ডেমক্র্যাটদের কাছে ৭.৮৩ ভাগ, আর নামিসের কাছে ৭.৫৭ ভাগ, রেসপাবলিকাদের কাছে ৬.৯৩ ভাগ এবং আতা মেকেনের কাছে ৫.৫৯ ভাগ প্রতিনিধিত্ব থাকবে৷ আর খুব শিগগিরই এই দলগুলোকে বসতে হবে সংসদকে কি করে কার্যকর করা হবে, তা ঠিকঠাক করতে৷

উল্লেখ্য, এই নির্বাচনে মোট ২৯টি দল অংশগ্রহণ করে৷ সংসদের ১২০ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৩ হাজারেরও বেশি প্রার্থী৷

জুনে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানে সংশোধনী আনার পর এই প্রথম নির্বাচনের আয়োজন করে কিরগিজ সরকার৷

আতা শুর্ট পার্টি মূলত ক্ষমতা থেকে সরিয়ে দেয়া প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের বিশেষ অনুসারীদের নিয়ে গঠিত৷ এই দলের নেতা বাকিয়েভেরই মন্ত্রিসভার সদস্য ছিলেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন