1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন হাজার ব্লগারের মিলনমেলা শেষ হলো

১৬ এপ্রিল ২০১১

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল রি: পাবলিকা৷ গত ১৩ থেকে ১৫ই এপ্রিল এই সম্মেলনে হাজির ছিলেন বিশ্বের নামজাদা ইন্টারনেট বিশেষজ্ঞরা৷ এবছর এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ব্লগ, ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল সোসাইটি৷

https://p.dw.com/p/10uZj
ছবি: DW/M.Bösch

এবছর তিন হাজার ব্লগার এই সম্মেলনে অংশ নেয়৷ আলোচনা হয় ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের ভবিষ্যৎ নিয়ে৷ এছাড়া ব্লগারদের অর্থ উপার্জনের পথও বাতলে দিতে চায় রি:পাবলিকা৷ এই লক্ষ্যে গত বছর হাতে নেওয়া একটি প্রকল্প সফলতা পেয়েছে৷

রি:পাবলিকা সম্মেলনে হাজির ছিল আমাদের সহকর্মী দেবারতি গুহ৷ তার সঙ্গে এই সম্মেলন নিয়ে কথা বলেছেন আরাফাতুল ইসলাম৷ এই আলাপচারিতা শুনতে নিচের অডিও লিংকে ক্লিক করুন: