1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষারধসের এমন দৃশ্য কি আগে দেখেছেন?

২ মে ২০১৭

পাহাড়ি এলাকায় তুষারধসের কবলে পড়ে মানুষের প্রাণ যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে৷ কিন্তু বিষয়টা কতখানি ভয়াবহ তা হয়ত সহজে অনুমান করা যায় না৷

https://p.dw.com/p/2cD6r
Frankreich Lawine in Tignes
ছবি: picture-alliance/AP Photo

তবে সম্প্রতি প্রকাশিত এক ভিডিও দেখলে তুষারধস সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে৷

গতমাসের তৃতীয় সপ্তাহে ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের রকি মাউন্টেনস এলাকায় তুষারধসের ভিডিও ধারণ করেন স্পেন থেকে যাওয়া একদল পর্বতারোহী৷ ভূমি থেকে প্রায় ৩,২০০ ফুট উঁচু স্থানে ছিলেন তাঁরা৷ হঠাৎ বিকট শব্দ শুনে উপরের দিকে তাকিয়ে পর্বতারোহীরা তুষারের ধসে পড়া দেখতে পান৷ দুর্লভ এই মুহূর্তটি ভিডিওতে ধারণ করেন তাঁরা৷

ভিডিওটি দেখলে মনে হয় তুষারগুলো যেন ঝর্ণার পানির ধারার মতো উপর থেকে বেয়ে আসছে৷

জেডএইচ/এসিবি