1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৃতীয় খেলায় জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

৬ ডিসেম্বর ২০১০

একদিনের সিরিজের তৃতীয় খেলায় জিম্বাবোয়েকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ৷ এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেল টাইগাররা৷ স্বাগতিকদের ২৪৬ রানের জবাবে সফরকারী জিম্বাবোয়ে দল ১৮১ রানে অল আউট হয়ে যায়৷

https://p.dw.com/p/QQdI
জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশছবি: AP

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ দল৷ এর জবাবে জিম্বাবোয়ে দলের অধিনায়ক প্রসপের উতসেরা দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন৷ কিন্তু তারপরেও ১৮১ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ে৷ পুরো ৫০ ওভারও খেলতে পারেনি তারা৷ খেলেছে ৪৮ ওভার ১ বল৷

এরআগে সকালে ৫টি বাউন্ডারি মেরে ৯১ বলে ৭৩ রান করেন সাকিব৷ আর ৭৩ বলে ৬৩ রান করা মুশফিকুরের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা৷ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে সোমবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং-এ পাঠায় জিম্বাবোয়ে৷খেলার প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল খালি হাতে সাজঘরে ফিরে যান৷ ক্রিস এমপফু তামিমকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন৷

আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের সঙ্গী হন রকিবুল হাসান৷ তবে উতসেরা রকিবুলকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন৷ রকিববুলও ফিরে যান সাজঘরে৷ দলের ৭১ রানের মাথায় কায়েসও ফিরে যান৷ এই সময়ে চাপের মুখ থেকে দলকে এগিয়ে নেন সাকিব৷ মুশফিকুর রহিমকে সঙ্গী করে খেলে যান তিনি৷ এই জুটি ১৩৬ বলে ১১৬ রান করেন৷ এসময়ই সাকিব তার ১৭তম এবং মুশফিকুর তার সপ্তম একদিনের অর্ধশতক তুলে নেন৷

খেলায় নাইম ইসলাম ২৩ ও মাসরাফি বিন মর্তুজা ১১ রানে অপরাজিত ছিলেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক