1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল ফুরানোয় বিধ্বস্ত হলো বিমান?

৩০ নভেম্বর ২০১৬

শাপেকোয়েনসে ফুটবল দলকে নিয়ে যে বিমানটি কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে, সেটি খারাপ আবহাওয়ার দরুণ মেডেলিন বিমানবন্দরের চারপাশে চক্কর দেয়ার পর তেল ফুরিয়ে ও ইলেকট্রনিক বিকল হয়ে ভূপাতিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে৷

https://p.dw.com/p/2TVcB
বিমানের ধ্বংসাবশেষ
ছবি: Getty Images/AFP//R. Arboleda

চার ইঞ্জিনের যাত্রীবাহী লামিয়া বিমানটি থেকে সোমবার স্থানীয় সময় রাত দশটা নাগাদ একাধিক ‘ইলেকট্রিক্যাল ফেইলিওর'-এর কথা জানানো হয়৷ তার কিছু পরেই বিমানটি সেরো গর্দোর দুর্গম পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ে

বিমানের দু'টি ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে৷ কলম্বিয়ার এক সামরিক সূত্র এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন যে, বিমানটি মাটিতে ধাক্কা খাওয়ার সময় বিস্ফোরিত হয়নি; কাজেই সন্দেহ করা হচ্ছে যে, বিমানটির হয়তো তেল ফুরিয়ে গিয়েছিল৷

বিমানটির ধ্বংসাবশেষ যেখানে পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে, সেখানে পৌঁছানো খুব শক্ত৷ ত্রাণকর্মীরা আধ ঘণ্টারও বেশি সময় পায়ে হেঁটে অকুস্থলে পৌঁছেছেন৷ এভাবেই বিমানের ছয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে৷ নিহতের সংখ্যা ৭১৷ গোড়ায় নিহতের সংখ্যা ৭৫ বলা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় যে, চারজন ভাগ্যবান তাদের নাম যাত্রীতালিকায় থাকা সত্ত্বেও বিমানে ওঠেননি৷

শাপেকোয়েনসে দলের গোলরক্ষক ৩১-বছর বয়সি মার্কোস দানিলো পাদিলহা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ যারা বেঁচেছেন তাদের মধ্যে তিনজন খেলোয়াড়, দু'জন বিমানকর্মী ও একজন সাংবাদিক৷ নিহতদের মধ্যে আছেন ২০ জন ব্রাজিলিয়ান সাংবাদিক৷ তাদের মধ্যে ছয় জন ফক্স স্পোর্টস টেলিভিশনের ব্রাজিলিয়ান অ্যাফিলিয়েটের হয়ে কাজ করতেন৷

শাপেকোয়েনসে দল ২০০৯ সালে ব্রাজিলের চতুর্থ বিভাগে ছিল৷ সেই দলই প্রথম বিভাগে উঠে এবার খেলতে যাচ্ছিল কোপা সুদঅ্যামেরিকানার ফাইনাল৷ এই কাপ হলো দক্ষিণ অ্যামেরিকার দ্বিতীয় বৃহত্তম ক্লাব টুর্নামেন্ট৷ কিন্তু দক্ষিণ ব্রাজিলের দু'লাখ বাসিন্দার ছোট্ট শহর শাপেকোর ফুটবলের রূপকথা শেষ হলো সেরো গর্দোর গহীন পাহাড়িতে৷

টুইটারে পেলে, ফেসবুকে মেসি, ইনস্টাগ্রামে নেইমার, ফুটবলের বহু সাবেক ও হালের তারকা এই মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন৷ ফুটবলের দেশ ব্রাজিল ঘোষণা করেছে তিনদিনের রাষ্ট্রীয় শোক৷ কোপা সুদঅ্যামেরিকানার ফাইনালে শাপেকোয়েনসের যে দলটির বিরুদ্ধে খেলার কথা ছিল, মেডেলিনের সেই অ্যাতলেতিকো নাসিওনাল টুর্নামেন্ট জেতার সম্মান শাপেকোয়েনসেকে দিতে বলেছে৷

শাপেকোয়েনসে ফুটবল দলের ১৯ জন সদস্য প্রাণ হারিয়েছেন এই বিমান দুর্ঘটনায়৷ ব্রাজিলের অন্যান্য ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাবগুলি বলেছে, তারা শাপেকোয়েনসেকে খেলোয়াড় ধার দেবে৷ এছাড়া ক্লাবগুলির প্রস্তাব হলো, শাপোকোয়েনসেকে তিন বছর ফার্স্ট ডিভিশনে থাকতে দেওয়া হোক, যাতে তারা এত বড় একটা ধাক্কা সামলে উঠতে পারে৷

এসি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য